এক্সক্লুসিভ

ইমরান খানের শপথ ১৮ই আগস্ট

মানবজমিন ডেস্ক

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। আগামী ১৮ই আগস্ট ২১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। পিটিআইয়ের দলীয় সূত্র এ খবর নিশ্চিত করেছে। পাকিস্তানের দৈনিক ডনের খবরে বলা হয়েছে, শুক্রবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে সরকার গঠন সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন ইমরান খান। সেখানে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য দলের নেতাকর্মীদের নাম চূড়ান্ত করা হয়। পিটিআই জানিয়েছে, দলের পক্ষ থেকে ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার হিসেবে আসাদ কায়সার, পাঞ্জাবের গভর্নর হিসেবে চৌধুরী সারওয়ার ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের স্পিকার হিসেবে চৌধুরী পারভেজ এলাহীর নাম চূড়ান্ত করা হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কাকে দেয়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সকল সদস্যকে নিয়ে সোমবার বিকালে একটি বৈঠকের আয়োজন করেছে পিটিআই। ধারণা করা হচ্ছে, সেখানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেন, ১৮ই আগস্ট ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এটা চূড়ান্ত হয়েছে। বানিগালায় ইমরান খানের ব্যক্তিগত বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে দলের সিনিয়র নেতারা এ বিষয়ে একমত হয়েছেন। প্রসঙ্গত, ২৫শে জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে একক দল হিসেবে ইমরান খানের দল পিটিআই সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status