বাংলারজমিন

রাজশাহীর উন্নয়নে যা দরকার প্রধানমন্ত্রী সব দেবেন: লিটন

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:২৬ পূর্বাহ্ন

রাজশাহীর উন্নয়নে যা কিছু প্রয়োজন প্রধানমন্ত্রী সব দেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ফিরে রাজশাহী স্টেশনে একথা জানান তিনি। মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি আমাকে মেয়র নির্বাচিত করায় মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে রাজশাহীর উন্নয়নে যা যা দরকার, যত প্রকল্প দরকার, সব প্রদানের আশ্বাস দিয়েছেন।’ তিনি বলেন, ‘রাজশাহীবাসীর আর কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রী বলেছেন যখন, রাজশাহীতে এখন দ্রুতগতিতে উন্নয়ন হবে। অল্প দিনের মতোই রাজশাহীর উন্নয়ন শুরু হবে।’ সূত্র জানায়, শুক্রবার রাতে সিল্কসিটি ট্রেনে ঢাকা থেকে রাজশাহী ফিরেন রাসিকের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। খায়রুজ্জামান লিটনকে রাজশাহীতে স্বাগত জানাতে স্টেশনে ভিড় জমান আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ট্রেন থেকে নেমে স্টেশনের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন নবনির্বাচিত মেয়র লিটন। এর আগে গত ৩রা আগস্ট ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করেছিলেন তিনি। এক সপ্তাহের এ সফরকালে গত ৬ই আগস্ট প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র লিটন। ৮ই আগস্ট ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাসিক মেয়র নির্বাচিত হওয়ার পর এটি ছিল খায়রুজ্জামান লিটনের প্রথম ঢাকা সফর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status