বাংলারজমিন

অবরোধ আওয়ামী লীগের, মামলা বিএনপি-জামায়াত নেতাকর্মীর নামে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:২৫ পূর্বাহ্ন

বাঘারপাড়ায় যুবলীগ নেতা তরিকুল হত্যার প্রতিবাদে গত ৮ই আগস্ট আওয়ামী লীগ ও যুবলীগের যশোর-নড়াইল সড়ক অবরোধ করার ঘটনায় বাঘারপাড়া থানায় বিএনপি-জামায়াত ৪৮ নেতাকর্মীর নামে নাশকতার মামলা হয়েছে। বিএনপির উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী টিএস আইয়ুব হোসেন, বাঘারপাড়া পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আব্দুল হাই মনা, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী। জামায়াতের বাঘারপাড়া উপজেলা আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির হায়দার, যশোর নগর জামায়তের সেক্রেটারি গোলাম রসুল, উপজেলা জামায়াতের সাবেক সেক্রটারি আব্দুল আলিম, পৌর জামায়াতের সেক্রেটারি খসরুল আলম মিন্টু।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩রা আগস্ট সন্ধ্যায় উপজেলা যুবলীগের নেতা তরিকুল ইসলামকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। ৫দিন পর ৮ই আগস্ট সকালে নড়াইলে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়। এ ঘটনায় এ দিন বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক এমপি পুত্র রাজিব রায়ের নেতৃত্বে যশোর-নড়াইল ও নড়াইল-খুলনা সড়ক ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। শুধু আন্দোলনের ইস্যু ও আন্দোলনকারীদের নাম আড়াল করে ঘটনার বিবরণ, ঘটনাস্থল, সময়, সবই মামলার বাদী এসআই আব্দুল মতিন তার এজাহারে একই ঘটনার কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে এসআই আব্দুল মতিন বলেছেন, যা হওয়ার তাই হয়েছে। ওসি স্যারের সাথে কথা বলেন। বাঘারপাড়া থানার ওসি মঞ্জুরুল আলমের সাথে কথা বললে তিনি ভিন্ন প্রসঙ্গ টেনে বিষয়টি এড়িয়ে যান। কেন্দ্রীয় বিএনপি নেতা প্রকৌশলী টিএস আইয়ুব হোসেন জানিয়েছেন, পুলিশ প্রকৃত ঘটনা ও দোষীদের আড়াল করে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status