বাংলারজমিন

সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে সারা দেশে মানববন্ধন

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:২৫ পূর্বাহ্ন

শ্রীনগর
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই আন্দোলনে ঢাকায় দায়িত্বরত সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকরা। গতকাল দুপুরে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন।

মুন্সীগঞ্জ
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে: নিরাপদ সড়ক আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদকর্মিরা মুন্সীগঞ্জ সুপার মার্কেট সংলগ্ন অঙ্কুরিত ৭১ মুক্তিযোদ্ধা ভাস্কর্য চত্বরে গতকাল বেলা ১১টায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় সংবাদকর্মিরা নিরাপদ সড়ক আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার সংবাদকর্মিদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ছাড়াও নির্যাতনের শিকার সাংবাদিকদের ক্ষতিপূরণসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক মো. জাফর মিয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক শহীদ-ই-হাসান তুহিন, গোলজার হোসেন, মো. সুজনসহ বিভিন্ন অনলাইনে কর্মরত জেলার সংবাদকর্মিরা।

ঝিনাইদহ
ঝিনাইদহ প্রতিনিধি: সাংবাদিক নির্যাতন ও হামলার প্রতিবাদে গতকাল ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জেলার সাংবাদিকরা। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহ প্রেস ক্লাব এই কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টার জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা ঝিনাইদহ প্রেস ক্লাবে জড়ো হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে সাংবাদিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র সাইদুল করিম মিন্টু। এদিকে, মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ সমাবেশ ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দোহার
দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহার উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে গতকাল সকাল ১১টায় সারা দেশের ন্যায় জয়পাড়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা। সাংবাদিক নেতাদের কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দোহার প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপুসহ দোহারে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়োজিত সংবাদকর্মিরা ও প্রেস ক্লাবের অন্যান্য সদস্য।

খাগড়াছড়ি
খাগড়াছড়ি প্রতিনিধি:  রাজধানীসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর উদ্যোগে শহরের শাপলা চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তৃতা করেন। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন কেইউজে’র সাধারণ সম্পাদক কানন আচার্য, দৈনিক সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, ডেইলি স্টারের প্রতিনিধি সৈকত দেওয়ান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রিপন সরকার, একাত্তর টিভির জেলা প্রতিনিধি রুপায়ন তালুকদার, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক বক্তব্য রাখেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status