বাংলারজমিন

গোয়াইনঘাটে ট্রাফিক সপ্তাহ পালিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:২৫ পূর্বাহ্ন

সিলেটের গোয়াইনঘাটে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে শেষ হয়েছে ট্রাফিক সপ্তাহ ২০১৮। উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পালের নেতৃত্বে সকাল ১১টায় গোয়াইনঘাট থানা সম্মুখ থেকে এ উপলক্ষে এক র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় অনুষ্ঠিত র‌্যালিতে প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুলিশই জনতা, জনতাই পুলিশ এমন মনোভাবে চলার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত র‌্যালি থেকে সহনশীল এবং সমাজগণ্য পরিবেশ অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা সুষ্ঠু এবং স্বাভাবিক রাখতে পুলিশ বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বানও উঠে আসে।
জনগণের সেবক হিসেবে পুলিশ অব্যাহত ভাবে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও দেশের মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বদা নিয়োজিত থাকবে বলে জানান, অফিসার ইনচার্জ মো. আবদুল জলিল। র‌্যালি এবং পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি), মো. আশিকুর রহমান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মো. আবদুল জলিল, অফিসার তদন্ত হিল্লুল রায়, গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি এমএ মতিন, সাবেক সভাপতি এমএ মালিক প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status