বাংলারজমিন

সালিশে গৃহবধূর ওপর বর্বরতা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:২৪ পূর্বাহ্ন

কুমিল্লায় পরকীয়ার অজুহাত দেখিয়ে ভাসুরের হাতে নির্যাতনের শিকার হয়েছে গৃহবধূ আসমা আক্তার। এসময় আহত করা হয়েছে নুরে আলম নামে একই গ্রামের এক যুবককে। গত ১লা আগস্ট জেলার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের বেকি সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর সালিশের মাধ্যমে প্রকাশ্যে নির্যাতনের এ ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা আসমার পরিবার। এ ঘটনায় অভিযুক্ত ২ জন গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, জেলার দাউদকান্দি উপজেলার বেকি সাতপাড়া গ্রামের সামছুল হক ব্যাপারীর ছেলে কবির হোসেনের সাথে প্রায় ১৮ বছর আগে পার্শ্ববর্তী বড় গোয়ালিয়া গ্রামের মৃত সামছু মিয়া তালুকদারের মেয়ে আসমা আক্তারের বিয়ে হয়। স্বামী কবির হোসেন মালয়েশিয়া প্রবাসী। দাম্পত্য জীবনে মেহেদী হাসান, হোসাইন, সামির ও জুনায়েদ তাদের ৪টি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শাশুড়ি ধ্বনি বেগম ও ভাসুর সাইফুল ইসলাম স্বপনদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আসমার বাকবিতণ্ডা চলে আসছিল। সর্বশেষ গত ২৭শে জুলাই তুচ্ছ ঘটনায় ফের শাশুড়ির সাথে ঝগড়া হয়। এসময় ভাসুর স্বপন তাকে মারতে গেলে পরিবারের অন্যান্য সদস্যদের বাঁধায় সে আঘাত করতে পারেনি। এরপর গত ৩১শে জুলাই রাতে নুরে আলম মিন্টু নামে এক যুবককে ঘরে আটকে রেখে পরকীয়ার অপবাদ দিয়ে উভয়কে গাছে বেঁধে নির্মমভাবে নির্যাতন করে। আসমার স্বজনরা জানায়, জমি সংক্রান্ত ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে আসমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করতে নুরে আলম নামে এক যুবককে আটকে পরকীয়ার মিথ্যা নাটক সাজিয়েছে এবং নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ ঘটনায় গত ৩রা আগস্ট নির্যাতিতা আসমার বোন নার্গিস আক্তার বাদী হয়ে ৫ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেছেন। তবে মামলার আসামি পক্ষের লোকজন বলছেন, আসমার স্বামী দেশের বাইরে থাকায় দীর্ঘদিন ধরে একই এলাকার নুরে আলম নামে এক যুবকের সাথে সম্পর্ক গড়ে ওঠে। ওইদিন রাতে আমরা উভয়কে হাতে নাতে আটক করি। এ বিষয়ে দাউদকান্দি থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ‘এ মামলায় অভিযুক্ত সাইফুল ইসলাম ও বাবুল নামে দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছি এবং অপর আসামিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status