বাংলারজমিন

নবীগঞ্জে সঈদপুর বাজার নিয়ে প্রতারণার অভিযোগ

এমএ বাছিত, নবীগঞ্জ থেকে

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:১৮ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী সঈদপুর বাজার। ওই বাজারের নাম পরিবর্তনের জন্য বিশেষ একটি মহল দৌড়ঝাঁপ শুরু করেছে। গোষ্ঠীতন্ত্রের আধিপত্য প্রতিষ্ঠায় ষড়যন্ত্র শুরু হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, ভূমি রেকর্ড, মৌজা, সরকারি, বেসরকারি, শিক্ষাপ্রতিষ্ঠান, বিয়ের কাবিন, ওয়ারিশান, ট্রেড লাইসেন্স, সবকিছুতেই নামকরণ হিসেবে সঈদপুর ব্যবহৃত হচ্ছে। সঈদপুর বাজার ডাকঘরের (পোস্ট অফিস) জমিদাতা সৈয়দ পরিবারের অন্যতম কর্ণধার সৈয়দ শওকত আলী জমি রেজিস্টারে সঈদপুর শব্দ ব্যবহার করেন। ওদিকে, বাজারে অবস্থিত বেসরকারি পূবালী ব্যাংকের সাইনবোর্ড নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। ব্যংক কর্তৃপক্ষ কর্তৃক টানানো সাইনবোর্ডে সৈয়দপুর বাজার শব্দটি প্রয়োগ করা হয়। এ নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। স্থানীয় ইউনিয়ন অফিস কর্তৃক ব্যাংক কর্তৃপক্ষকে সঈদপুর বাজার হিসেবে লাইসেন্স দেয়া হয়। এ ঘটনা নিশ্চিত করেন আউশকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। ব্যাংক কর্তৃপক্ষের বিতর্কিত ভূমিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। এসব ঘটনা হবিগঞ্জ জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে। অভিযোগ বিষয়ে তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। ইউনিয়ন পরিষদ ও সরজমিন প্রকাশ, ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত সঈদপুর বাজার এশিয়ার বৃহত গ্যাসক্ষেত্র বিবিয়ানার প্রবেশ মুখ হিসেবে পরিচিত। সম্প্রতি ওই এলাকাকে অর্থনৈতিক (ইকোনমিক্স) জোন হিসেবে উন্নীত করা হয়। ইতিপূর্বে ওই বাজারকে সৈয়দপুর হিসেবে পরিচিত করার চেষ্টা ব্যর্থ হয়। সমৃদ্ধির নতুন দিগন্তে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। এ নিয়ে সঈদপুর বাজার এলাকার ১৫টি গ্রামের তরফ থেকে ৬ই আগস্ট হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হয়। দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, সৈয়দ গোষ্ঠী বেষ্ঠিত প্রয়াত সৈয়দ সঞ্জব আলী আউশকান্দি ইউনিয়নের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও ওই গোষ্ঠীভুক্ত সৈয়দ মতিউর রহমান পিয়ারা পরবর্তীতে চেয়ারম্যান নির্বাচিত হন। সাবেক দুই চেয়ারম্যানের জমানায় ইউনিয়নের প্রাণকেন্দ্র ওই বাজারকে সঈদপুর হিসেবেই স্বীকৃতি দেয়া হয়। ইউনিয়নের সঈদপুর, উমরপুর, আজলপুর, মংলাপুর ও ইসলামপুর নিয়ে ৬নং ওয়ার্ড গঠিত। ভোটার তালিকা ও নির্বাচনের গেজেটেও সঈদপুরের স্বীকৃতি রয়েছে। এ ছাড়াও ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এলাকার প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠান সঈদপুর সিনিয়র মাদরাসাও (বিএ) নামকরণের স্বার্থকতা বহন করে আসছে। স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাহিদুর রহমান বলেন, ভোটার তালিকার গেজেটসহ সর্বক্ষেত্রেই সঈদপুর শব্দটি ব্যবহৃত হচ্ছে। এমপিওভুক্ত প্রতিষ্ঠান সঈদপুর বাজার সিনিয়র মাদরাসা কর্তৃপক্ষ জানান, মাদরাসার যাবতীয় রেকর্ডপত্র সঈদপুর হিসেবেই সংরক্ষিত। বিগত দুই বারের সাবেক ইউপি চেয়ারম্যান মো. দিলাও হোসেন বলেন, সরকারের বিধি মোতাবেক দেশের প্রতিটি গ্রামেরই একটি কোটেশন রয়েছে। চাইলেই তা পরিবর্তন সম্ভব নয়। সার্বিক রেকর্ডে সমৃদ্ধ সঈদপুর বাজার নিয়ে অহেতুক বিতর্কের সুযোগ নেই। সরজমিন আলোচিত পূবালী ব্যাংকের অবস্থানে গিয়ে তাদের বিরুদ্ধে বিতর্কিত অভিযোগ পরিলক্ষিত হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ওই ব্যাংক উমরপুর গ্রামের প্রয়াত আলহাজ আবিদ শাহের মার্কেটে অবস্থিত। মার্কেটের অন্যসব প্রতিষ্ঠানের সাইনবোর্ডে সঈদপুর বাজার হিসেবে পরিচিত রয়েছে। ব্যাংকের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে পূবালী ব্যাংক সৈয়দপুর বাজার শাখার বর্তমান ম্যানেজার বলেন, ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে সৈয়দপুর হিসেবে রেকর্ডভুক্ত হওয়ায় তা আর পরিবর্তন হয়নি। বিতর্কের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় তদন্ত হচ্ছে। অভিযুক্ত সৈয়দ গোষ্ঠীর কয়েকজনের সঙ্গে কথা বলার সময়ে সংবাদপত্রে মন্তব্য প্রকাশে অপারগতা প্রকাশ করেন। তাদের পরামর্শের ভিত্তিতে সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ারা মিয়ার সঙ্গে যোগযোগ করেও এ নিয়ে মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status