বাংলারজমিন

ছিনতাই চেষ্টার অভিযোগে এএসআই ক্লোজড

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৮:৪০ পূর্বাহ্ন

আশুলিয়া থানায় কর্মরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুন হোসেনকে ক্লোজ করা হয়েছে। সাভারের আশুলিয়ার নয়ারহাটে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) এক শিক্ষার্থীর ল্যাপটপ ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে ওই এএসআইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় জাতীয় বস্ত্র প্রকৗশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৪র্থ বর্ষের ছাত্র মো. আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে গতকাল দুুপুরে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এছাড়া ছিনতাই চেষ্টার সময় ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাক খান নামে এক ব্যক্তিকেও আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ভেড়াকোলা পূর্বপাড়া গ্রামের মো. সাদেক আলীর ছেলে। ভুক্তভোগী ছাত্র এবং লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ৩০শে জুলাই আশুলিয়ার নয়ারহাটে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৗশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৪র্থ বর্ষের ছাত্র মো. আব্দুল্লাহ আল নোমান অনলাইন শপিং পোর্টাল বিক্রয় ডটকমে একটি ল্যাপটপ বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। এর সূত্র ধরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ল্যাপটপটি ক্রয় করার কথা বলে আব্দুল্লাহ আল নোমানকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে ডেকে নিয়ে আসে। এসময় কথাবার্তার একপর্যায়ে ল্যাপটপ ক্রয় করতে যাওয়া পাঁচ ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান এবং তার সঙ্গে থাকা সহপাঠী মাহমুদুল ইসলামকে শিবির, জঙ্গি ও চোরসহ বিভিন্ন অপবাদ দিতে থাকে এবং তাদের মারধর করে ল্যাপটপটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় দুই শিক্ষার্থীর ডাকে সাড়া দিয়ে আরো সহপাঠীরা এগিয়ে এসে ওই পাঁচ ছিনতাইকারীকে ঘিরে ফেলেন। পরিস্থিতি বেগতিক দেখে ছিনতাইকারীদের একজন নিজেকে আশুলিয়া থানার এএসআই মামুন পরিচয় দিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় উপস্থিত শিক্ষার্থীরা তাদের আটকের চেষ্টা করলে এএসআই মামুন পরিচয়দানকারী নিজের কোমর থেকে পিস্তল বের করে গুলি করার হুমকি দিয়ে পালিয়ে যায়। তবে উপস্থিত শিক্ষার্থীরা ছিনতাই চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করেন। বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা করে শনিবার দুপুরে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল্লা আল নোমান। এছাড়াও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিরাপত্তার কথা বিবেচনা করে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দুপুরে আশুলিয়া থানার এএসই মামুনের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার অভিযোগে পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এছাড়া প্রাপ্ত অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status