বাংলারজমিন

খুলনায় এএসআইসহ গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৮:৩৯ পূর্বাহ্ন

খুলনার এপিবিএন’র এএসআই আবদুুল্লাহ আল মামুন ও বাগেরহাট সিআইডি’র কনস্টেবল সোহানুর রহমানসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল শনিবার দুপুর পৌনে একটার দিকে নগরীর খালিশপুর থানা পুলিশ আইজ্যার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত অপর তিনজন হলেন ও সোনালী জুট মিলের কর্মকর্তা মেহেবুব বিন আফতাব, নাহিদ শেখ ও সোহেল বেগ। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, নগরীর আইজ্যার মোড় এলাকায় এপিবিএন-এর এএসআই এএসআই আবদুল্লাহ আল মামুন ও সোনালী জুট মিলের কর্মকর্তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে খালিশপুর থানা পুলিশ তাদের দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জানা যায়, আবদুল্লাহ আল মামুন এএসআই। তার সঙ্গে থাকা মেহেবুব বিন আফতাব সোনালী জুট মিলের কর্মকর্তা। তাদের দু’জনকে তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর খানজাহান আলী থানার যোগীপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাগেরহাট সিআইডিতে কর্মরত কনস্টেবল এসএম সোহানুর রহমান, তার সহযোগী নাহিদ শেখ ও সোহেল বেগকে। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে জানান এই কর্মকর্তা। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status