বাংলারজমিন

ভৈরবে নবজাতক চুরি, মা-মেয়ে আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৮:৩৯ পূর্বাহ্ন

ভৈরবে নবজাতক চুরির সন্দেহে মা ও মেয়েকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে দুজনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। গতকাল শনিবার সকালে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো- পিয়ারা বেগম (৩৫) ও তার মা হোসনে আরা বেগম (৬০)। পিয়ারা বেগমের বাবার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তিকৃত মেঘলা বেগম নামের এক গৃহবধূর নবজাতক চুরির সন্দেহে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেল বৃহস্পতিবার গর্ভবতী গৃহবধূ মেঘলা বেগম (২৫) ভর্তি হন। ঐদিনই তিনি নবজাতকের জন্ম দেন। তার বাবার বাড়ি ভৈরব শহরের ঘোড়াকান্দায়। নবজাতকের জন্মের পর পিয়ারা বেগম গৃহবধূর মা আছিয়া বেগম (নবজাতকের নানী)-এর কাছ থেকে নানা ধরনের খোঁজখবর নেয়। এতে তাদের সন্দেহের সৃষ্টি হয়। গতকাল সকালে সে আবারো হাসপাতালে এসে গৃহবধূর বেডের কাছে ঘুরাঘুরি করতে থাকে এবং এদিক ওদিক তাকায়। এতে তাদের সন্দেহের মাত্রা আরো বেড়ে যায়। পরে বিষয়টি হাসপাতালের নার্সকে অবহিত করেন। হাসপাতালের সিনিয়র নার্স মোমতাজ বেগম তাকে জিজ্ঞাসাবাদ করলে পেয়ারা বেগম জানায়, সে গর্ভবতী এবং আজ তার বাচ্চা ডেলিভারির কথা। এরপর তার চিকিৎসার কাগজপত্র দেখতে চাইলে সে দেখাতে ব্যর্থ হয়। এসময় নার্স তার পেটে হাত দিলে কয়েকটি কাপড় বাঁধা দেখতে পান। পরে তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়া হয়। এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে দুই মহিলাকে আটক করে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status