বাংলারজমিন

টু ক রো খ ব র

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৮:৩৯ পূর্বাহ্ন

খুলনায় আওয়ামী লীগ নেতার বাড়ি
থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেরখাদা উপজেলা চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর বাড়ি থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ তার ছোটভাই রকিব উদ্দিন বিশ্বাসের স্ত্রী শাহীনা পারভীনকে (৩০) গ্রেপ্তার করা হয়। গতকাল সকাল ৯টায় উপজেলার নলিয়ারচর গ্রামের তাদের নিজ বাড়িতে এ অভিযান চালায় খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যানের ছোটভাই রকিবউদ্দিন বিশ্বাস ও তার সহযোগী বুলবুল মোল্লা পালিয়ে গেছে। উপজেলা চেয়ারম্যান খুলনা মহানগরীর টুটপাড়ার বাড়িতে থাকেন। ওই বাড়িটিতে তার ছোটভাই রকিবউদ্দিন বিশ্বাস ও গ্রেপ্তারকৃত শাহীনা থাকতেন বলে জানা গেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর ছোটভাই রকিবউদ্দিন বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে রকিবউদ্দিন বিশ্বাস ও তার সহযোগী বুলবুল মোল্লা পালিয়ে যায়। এ সময় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, চাপাতিসহ বিভিন্ন সাইজের চারটি রাম দা, ৩৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে রকিবের স্ত্রী শাহীনা পারভীনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, এ ঘটনায় তেরখাদা থানায় মাদকদ্রব্য অধিদপ্তর পৃথকভাবে দু’টি মাদক ও একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। এর মধ্যে মাদকদ্রব্য আইনের মামলায় শাহীনাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভাঙ্গুড়ায় পশুহাটে গরুর গুঁতোয় ক্রেতা নিহত
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: ভাঙ্গুড়ায় পশুহাটে কোরবানির পশু ক্রয় করতে আসা এক ব্যক্তি গরুর গুঁতোয় নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার মণ্ডতুষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের মৃত ইলম প্রামানিকের ছেলে আতার প্রামানিক (৫৫)। স্থানীয়রা জানায়, গতকাল দুপুর সাড়ে ৩টার দিকে ওই ব্যক্তি পশু ক্রয়ের উদ্দেশ্যে পৌর সদরের শরৎনগর পশুহাটের মূল ফটকের সামনে ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। এমন সময় উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের মধুরঘাতি গ্রামের আব্দুল মোমিনের গরুর গুঁতোয় সে ব্রিজ থেকে নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উপজেলা কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) সিদ্দিকুল ইসলাম আসিফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ যুবক আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। তারা হলো- সদরের খোকসাবাড়ি গ্রামের চাঁদ মিয়া ওরফে রিজভী (৩৬) ও কান্দাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মামমুন শেখ (২৮)। ডিবি পুলিশের ওসি মোজাহারুল ইসলাম জানান, গতকাল সকালে শহরের মৌসুমী সিনেমা হলের সামনে থেকে ৩শ’ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ড
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল দুপুর ১টায় জেলা শহরের পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যমপাড়ার মারমা বাজারের বাজার শেড সংলগ্ন এলাকায় রান্না ঘরের গ্যাসের চুলা থেকে এ আগুনের সূত্রপাত। এ সময় প্রায় শতাধিক বসতঘর আগুনে পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পাঁচ জন আহত হয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানান, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের বসত, বাজার শেড আগুনে পুড়ে যায়। এতে বাজার শেডসহ শতাধিক বসতঘর পুড়ে গেছে। পরে দমকল বাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনতা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চৌহালীতে বালু উত্তোলনের দায়ে জরিমানা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: চৌহালীতে অবৈধভাবে প্রভাব খাটিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় দুই জনের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। এ অভিযানে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর আওতায় টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি গ্রামের মো. রাসেল ও মানিকগঞ্জ জেলার সদর উপজেলার গোস্তা গ্রামের শুকুর আলী নামে দুই বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। গতকাল দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। বেশ কিছু দিন ধরে তারা দুইটি ড্রেজার দিয়ে প্রতিদিন লাখ-লাখ ঘনফুট বালু উত্তোলন করে আসছিল।
বোয়ালমারীতে বিকাশ প্রতারণা মামলায় গ্রেপ্তার ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বিকাশ প্রতারণা মামলার প্রধান আসামি সোহান মাহমুদ বাপ্পিকে (৩০) গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ। মামলার পর থেকে সোহান পলাতক ছিল। থানা সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার যদুনন্দি ইউনিয়নের যদুনন্দি গ্রামের মজিবর মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মজিবর মোল্যার বাড়িতে সোহান তার পরিবার নিয়ে ভাড়া থাকতো। সোহান কাশিয়ানী থানার বড় পারুলিয়া ইউনিয়নের ছোট পারুলিয়া গ্রামের সালাউদ্দিন মোল্যার ছেলে।
উল্লেখ্য, গত ২৩শে জুন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের রিজার্ভ পুলিশ পরিদর্শক মো. আবু সাইদ মিয়ার জামাই পরিচয় দিয়ে তার মেয়ে সড়ক দুর্ঘটনায় আহত বলে ভিন্ন ভিন্ন বিকাশ নম্বরে এক লাখ টাকা নেয়। পরের দিন আরো পাঁচ লাখ টাকা চাইলে সন্দেহ হয়। পরে তার মেয়েকে ফোন দিয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status