বাংলারজমিন

ট্রাফিক সপ্তাহ

মৌলভীবাজারে ২,৫০০ মামলা

মৌলভীবাজার প্রতিনিধি

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৮:২৫ পূর্বাহ্ন

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় যানবাহন ও চালকের বৈধ কাগজপত্র না থাকায় শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত ২৫০০টি মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৫০টির বেশি  যানবাহন। গতকাল বিকাল পর্যন্ত এসব মামলা ও গাড়ি জব্দ করা হয়েছে বলে মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয় ও ট্রাফিক ইন্সপেক্টর সূত্রে জানা গেছে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশব্যাপী ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। প্রথম দিন থেকেই জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও চালকের কাগজপত্র তল্লাশি শুরু করে পুলিশ। কড়াকড়ির কারণে সড়কে কমেছে যানবাহনের সংখ্যা। গত পাঁচদিন ধরে মৌলভীবাজার পুলিশ প্রশাসন লিফলেট বিতরণ, শোভাযাত্রা, মাইকিং, আলোচনা সভাসহ বিভিন্ন কৌশলে ট্রাফিক আইন সম্পর্কে মানুষকে সচেতন করে চলেছে। আর এ অভিযানে সম্পৃক্ত করা হয়েছে জনপ্রতিনিধি, শিক্ষার্থী, ব্যবসায়ী, মোটর শ্রমিক ও সামাজিক ও সংস্কৃতিকর্মীদের।
মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় সূত্র ও ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দিন কাজল জানান দুর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি যাত্রীদেরও সতর্ক করার উদ্যোগ নেয়া হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় ইতিমধ্যে জেলায় মোটরযান আইনে মামলা হয়েছে ২৫০০টি। যানবাহন আটক করা হয়েছে ১৫০টির বেশি এবং মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে ৫০ হাজার টাকার উপরে। জরিমানা আরোপ করা হয়েছে ১১ লাখ টাকার উপরে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status