বাংলারজমিন

প্রধানমন্ত্রী যা বলেন তা করেন: রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৮:১৫ পূর্বাহ্ন

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসের ৫ তারিখ প্রধানমন্ত্রী  শেখ হাসিনা মাওয়ায় এসে পদ্মা সেতুর রেল সংযোগের ফলক উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করে দেখান। পদ্মা সেতু নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি এতটাই দৃঢ় প্রত্যয় ছিলেন  যে, নিজ অর্থায়নে পদ্মা সেতু আজ দৃশ্যমান। অনেকেই প্রশ্ন তুলেছিলেন পদ্মা সেতুর উপর দিয়ে রেল যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন অবশ্যই যাবে। পদ্মা সেতুর উপর দিয়ে রেল সংযোগের উদ্বোধন করবেন তিনি। আপনারা  দেখবেন পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলবে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার  দোগাছি এলাকার পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১ এলাকায় এসব কথা বলেন। এ সময় তিনি ঢাকা-মাওয়া মহাসড়কের  টোল প্লাজা ও চার লেনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এছাড়া ফলক উন্মোচনের স্থান নির্ধারণ করেন। এ সময় তিনি আরো বলেন, রেললাইন শুরু হবে ঢাকা থেকে মাওয়া ক্রস করে জাজিরা, ভাঙ্গা, নড়াইল হয়ে যশোর যাবে। আমরা খুব দ্রুতই কাজ শুরু করবো। যখন অন্যান্য যানবাহন চলবে, তার সঙ্গে যাতে ট্রেন চলে সেই লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মেজর জেনারেল ও পদ্মা সেতু প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর অফিসার সাঈদ মাসুদ, ব্রিগেডিয়ার জেনারেল, ব্রিগেড কমান্ডার, ৯৯ কম্পোজিট ব্রিগেড মাসুদুর রহমান, জেলা প্রশাসক সায়লা ফারজানা, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আলহাজ আব্দুর রশিদ শিকদার, লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status