অনলাইন

আমতলীতে গৃহবধুর আত্মহত্যা, গ্রেপ্তার ২

আমতলী (বরগুনা)প্রতিনিধি

১১ আগস্ট ২০১৮, শনিবার, ৭:১১ পূর্বাহ্ন

বরগুনার আমতলী উপজেলায় পশ্চিম সোনাখালী গ্রামে শ্বশুরের সঙ্গে পরকিয়ার অপবাদ দেয়ায় লাইজু আক্তার নামে এক গৃহবধু আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে আত্মহত্যা প্ররোচনা মামলায় শ্বশুর শানু হাওলাদার ও শ্বাশুড়ী আকলিমা বেগমকে প্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের মধু আকনের কন্যা লাইজু আক্তারের এই গ্রামের শানু হাওলাদারের পুত্র মামুনের সঙ্গে গত বছর ডিসেম্বর মাসে বিয়ে হয়। বিয়ের পর স্বামী মামুন স্ত্রী লাইজুকে বাবা-মায়ের কাছে রেখে ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। স্বামী মামুনের অনুপস্থিতিতে শ্বাশুড়ী আকলিমা বেগম ও শ্বশুর শানু হাওলাদার পুত্রবধু লাইজুকে বিভিন্ন অযুহাতে নির্যাতন করে আসছিল। গত দুই মাস আগে শ্বশুড়ী আকলিমা বেগম পুত্র বধুকে শ্বশুর শানু হাওলাদারের সঙ্গে পরকিয়ার অপবাদ দেয়। এ নিয়ে প্রায়ই শ্বাশুড়ীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। শুক্রবার দুপুরে শ্বশুড়ী পুত্রবধুকে তার শ্বশুরের সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে অপবাদ দিয়ে গালাগাল করে। শ্বাশুড়ীর এ অপবাদের কথা পুত্রবধু লাইজু মোবাইল ফোনে স্বামী মামুনকে জানায়। স্বামী মামুন এতে ক্ষিপ্ত হয়ে উল্টো মায়ের কথার সাথে একমত হয়ে অপবাদ দিয়ে গালাগাল করতে থাকে। এ অপবাদ সইতে না পেরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়।

এদিকে এ ঘটনায় শুক্রবার রাতে মেয়ের মা গোলেনুর বেগম বাদী হয়ে জামাতা মামুনকে প্রধান আসামী করে তিনজনের নামে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই শ্বশুর শানু হাওলাদার ও শ্বশুড়ী আকলিমা বেগমকে গ্রেপ্তার করে।

আমতলী থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলা হয়েছে। মামলার আসামী শ্বশুর ও শ্বাশুড়ীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status