এক্সক্লুসিভ

সিইসির পদত্যাগ দাবি মওদুদের

স্টাফ রিপোর্টার

১১ আগস্ট ২০১৮, শনিবার, ৯:১৮ পূর্বাহ্ন

নির্বাচনে অনিয়ম হতেই পারে- এমন কথা বলার পর সিইসির আর পদে থাকার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশনের সমালোচনা করে মওদুদ বলেন, ইসি সরকারের তল্পিবাহক। তবে সিইসি মুখ ফসকে সত্য কথা বলে ফেলেছেন। নির্বাচনে অনিয়ম হতেই পারে এমন কথা বলার পর সিইসির আর পদে থাকার কোনো যৌক্তিকতা নেই। অবিলম্বে আমরা তার পদত্যাগ দাবি করছি। সরকারের শেষ সময় এসে যাওয়ায় অতি দ্রুত দেশের রাজনীতির চিত্র বদলে যেতে থাকবে বলে মন্তব্য করেন মওদুদ আহমদ। তিনি বলেন, এখন কোথায় কি ঘটনা ঘটবে আমরা কেউ জানি না। শুধু এটুকু জানি দেশে কোনো সরকার নেই। যেটুকু আছে সেটুকুরও পরিবর্তনের সময় চলে এসেছে। কারণ এই সরকারের শেষ সময় এসে গেছে। মওদুদ আহমদ আরো বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ওপর হামলা হলো। কারা হামলা করেছে আমরা সবাই জানি। কিন্তু অপরাধী কি গ্রেপ্তার হয়েছে? বাংলাদেশ ব্যাংক থেকে আটশ’ কোটি টাকা পাচার হয়ে গেল, সোনা রুপা হয়ে গেল। সোনা থেকে শুরু করে কয়লা পর্যন্ত চুরি করা হলো। কিন্তু কাউকে গ্রেপ্তার করা হলো না। সব কিছু দেখে মনে হয় দেশে কোনো সরকার নেই। র‌্যাব আর পুলিশ আছে। দেশে কোনো সরকার থাকলে এগুলো হওয়ার কথা নয়। তিনি বলেন, আমাদের নেত্রী কারাগারে। আমরা সবাই মামলায় জর্জরিত। আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যিনি কোনো মামলার আসামি নন। কিন্তু তাতে কি হয়েছে? প্রকৃতির একটা আইন রয়েছে। যে আইন তার নিজস্ব গতিতে চলে। এই আইন অনুযায়ী এখন কখন কোথায় কি ঘটবে তা বলা যায় না। আগামী দিনে বিএনপির আন্দোলন সফল হবে। কারণ বেগম জিয়াকে ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। সময় আসছে একটা সক্রিয় ঈমানি ভূমিকা পালন করার। তার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। মওদুদ আরো বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর সরকার যে নির্যাতন করেছে এটা সরকারের জন্য বুমেরাং হবে। তাদের ওপর হামলার জন্য সরকারকে বিরাট মূল্য দিতে হবে। নতুন প্রজন্মই নতুনভাবে এই হামলার জবাব দেবে। এ সময় তিনি বলেন, মন্ত্রিপরিষদে ঘোষিত নতুন সড়ক পরিবহন আইন শিক্ষার্থীদের সঙ্গে সরকারের রাজনৈতিক প্রতারণা। আইন আগের মতোই রয়েছে। এটা কোটার মতো আরেকটি প্রতারণা। আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, শহিদুল আলমের ওপর যে অত্যাচার করা হয়েছে তা অকল্পনীয়। সরকার একেবারে বেপোরোয়া হয়ে গেছে। জনগণের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই। সেজন্য সব শ্রেণির মানুষের উপর এতো নির্যাতন।

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, জিনাফের সভাপতি লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ার, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, যুবদল নেতা কাদের সিদ্দিকী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status