বাংলারজমিন

নারায়ণগঞ্জে দু’গ্রুপে টেঁটাযুদ্ধ, নিহত ১

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১১ আগস্ট ২০১৮, শনিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের টেঁটাযুদ্ধে জয়নাল আবেদীন  (৬০) নামে একজন মারা গেছে। সদর উপজেলার ফতুল্লার আকবর নগর এলাকায় রহিম হাজী ও সামেদ হাজীর সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জয়নাল আবেদীনসহ ৮ জন আহত হয়। এরমধ্যে শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত জয়নাল আবেদীন রহিম হাজী গ্রুপের সদস্য। এদিকে জয়নাল আবেদীন নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার দুপুরে রহিম হাজীর লোকজন সামেদ আলী হাজীসহ তাদের লোকদের বাড়ি-ঘর ভাঙচুরসহ ব্যাপক তান্ডব চালিয়েছে। এসময় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে করে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের সূত্রমতে, বক্তাবলীর আকবরনগর এলাকায় প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় প্রভাবশালী ছামেদ আলী হাজী ও রহিম হাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে বেশ কয়েকবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষ টেঁটা, বল্লম নিয়ে একে উপরের উপর ঝাপিয়ে পড়ে। সংঘাতের পুরুষের সঙ্গে নারীরাও অংশ নেয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৮ থেকে ১০ জন টেঁটাবিদ্ধ হয়। ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  নিহতের লাশ ঢাকা মেডিকেল হতে আসার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত জয়নাল আবেদীন কেরানীগঞ্জ থানার উত্তর আকবরনগর এলাকার আব্দুল জলিলের ছেলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status