বাংলারজমিন

জনগণই আমার শক্তির উৎস- ইমরান

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

১১ আগস্ট ২০১৮, শনিবার, ৮:০১ পূর্বাহ্ন

সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, আমি জনকল্যাণের রাজনীতি করি। ১৯৮৬ সাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হয়ে রাজনীতি শুরু করি। সেই থেকে অদ্যাবধি আওয়ামী লীগের ছায়াতলেই আছি। আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে আপনাদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আপনাদের সেবক হিসেবে এখনও আমার পথচলা অব্যাহত আছে। জনগণই আমার শক্তির উৎস। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক উন্নয়ন সাধিত করছে। সিলেট-৪ আসনের দৃশ্যমান যত বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে তার সিংহভাগই আওয়ামী লীগ করেছে। নৌকার প্রতীকধারী একজন ইমরান আহমদ আপনাদের তরে কি করতে পেরেছি আর কি করিনি তা আপনাদের জাগ্রত বিবেকে লিপিবদ্ধ আছে। আমি মনে করি আপনাদের মনের ভেতরের আয়না অত্যন্ত স্বচ্ছ। ব্রিজ, কালভার্ট, সড়ক, মহাসড়ক, বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষাসহ সিলেট-৪ আসনে যত উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে তার প্রশংসার দাবিদার আওয়ামী লীগ তথা নৌকা। শেখ হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়, আর না থাকলে দেশের উন্নয়নের চাকা থমকে যায়। সরকারের গৃহীত ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন এবং আরও বৃহৎ জনস্বার্থমূলক উন্নয়ন প্রকল্প গ্রহণের স্বার্থে পুনরায় নৌকা তথা আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। তিনি বৃহস্পতিবার গোয়াইনঘাটের পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদ ও পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পশ্চিম জাফলং ইউনিয়নের উন্নয়ন বিষয়ক সুধী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালামের সভাপতিত্বে, উপজেলা যুবলীগ নেতা আহমেদ মোস্তাকিন ও নজরুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ইব্রাহিম,  গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক, থানা অফিসার ইনচার্জ মো. আবদুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউ/পি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, আওয়ামী লীগ নেতা সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মামুন পারভেজ, নজরুল ইসলাম, ফারুক আহমদ, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সহিদ, আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ, সফিকুর রহমান, লুৎফুর রহমান প্রমুখ।
 ইউ/পি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status