ভারত

আসামের নাগরিকপঞ্জী বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ধ্বংস করে দেবে- মমতা

কলকাতা প্রতিনিধি

১ আগস্ট ২০১৮, বুধবার, ৭:৩৫ পূর্বাহ্ন

আসামের যে চূড়ান্ত খসড়া নাগরিকপঞ্জী প্রকাশিত হয়েছে সেটি বাংলাদেশের সম্পর্ককে ধ্বংস করে দেবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভারতের সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আসামের নাগরিক পঞ্জী থেকে যে ৪০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তার ১ শতাংশ অনুপ্রবেশকারী হলেও হতে পারে। কিন্তু বিজেপি সকলকেই অনুপ্রবেশকারী হিসেবে তুলে ধরতে চাইছে। এই নাগরিকপঞ্জী প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক রয়েছে তাকে ধ্বংস করে দেবে। আসামের নাগরিকপঞ্জী থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রতিবাদে সোচ্চার হয়েছেন। গত তিন দিন ধরে তিনি রাজধানীতে সব বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করে এর প্রতিবাদে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। বিরোধী দলগুলোকে একটি সম্মিলিত প্রতিনিধিদল আসামে পাঠানোর অনুরোধও জানিয়েছেন। এমনকি বিজেপির সাবেক মন্ত্রী যশবন্ত সিনহার সঙ্গে বৈঠক করে তাকে সেখানকার পরিস্থিতি স্বচক্ষে দেখে আসতে আসামে যাওয়ার অনুরোধ করেছেন। মমতা এদিন অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ৮৩৩ জনকে আসামের কারাগারে পুরে রাখা হয়েছে। মমতা মনে করেন, বিজেপি ভোটব্যাংকের রাজনীতি করছে। নাগরিকপঞ্জী গোটা পৃথিবীকেই ক্ষতিগ্রস্থ করবে। তিনি বলেছেন, সীমান্ত ব্যবস্থাপনা কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। কেন্দ্রীয় বাহিনীর দেখার কথা কতজন সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করছে। অথচ অনুপ্রবেশের নামে তারা সাধারণ মানুষকে হয়রান করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status