অনলাইন

ই-গভর্নমেন্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অগ্রগতি

স্টাফ রিপোর্টার

২৩ জুলাই ২০১৮, সোমবার, ১১:৫১ পূর্বাহ্ন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের ফলে বাংলাদেশের ই-গভর্নমেন্ট র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে বলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট জরিপে জানা গেছে।
গত দুই বছরের অগ্রগতি পর্যালোচনা করে জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ই-গভার্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশ এগিয়েছে নয় ধাপ। আর ই-পার্টিসিপেশন সূচকে বাংলাদেশের অবস্থানের ৩৩ ধাপ উন্নতি হয়েছে। ফলে আইসিটি খাতে গত ছয় বছরে উন্নয়নের ফলে বাংলাদেশ ১৫০তম স্থান থেকে ১১৫তম অবস্থান অর্জন করেছে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগ (ইউএনডেসা) পরিচালিত ই-সরকার ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) অনুযায়ী, বাংলাদেশ ০.৪৭৬৩ পয়েন্ট পেয়ে এবং গত দুই জরিপে ৩৫ ধাপ এগিয়ে ১৯৩টি দেশের মধ্যে ১১৫তম স্থানে অবস্থান করে নিয়েছে। ২০১৬ সালের জরিপে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১২৪তম, ২০১৪ সালে ১৪৮তম ও ২০১২ সালে অবস্থান ছিল ১৫০তম।

গতকাল রোববার রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ইউএনডেসা প্রকাশিত জরিপে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, শেখ হাসিনা সরকার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ক্ষেত্রে নানান উদ্যোগ গ্রহণের ফলে বৈশ্বিক প্রেক্ষাপটে ডিজিটাল সরকার ব্যবস্থাপনায় বাংলাদেশে দিন দিন অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status