অনলাইন

ক্রসফায়ার ও পুলিশী নির্যাতনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার

২২ জুলাই ২০১৮, রবিবার, ৯:২১ পূর্বাহ্ন

 গুম, খুন, ক্রসফায়ার, নির্যাতন, নিপীড়ন ও পুলিশী হামলার শিকার জাতীয়তাবাদী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে অনলাইন ভিত্তিক সংগঠন ন্যাশনালিস্ট সলভেশন উইং(এনএসডব্লিউ)। গতকাল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ ও কাপড় তুলে দেয়া হয় বিএনপি কার্যালয়ে ২০১২ সালে নিহত চাঁদপুরের আবুল হোসেন মৃধা ও ২০১৮ সালে ঢাকায় পুলিশ হেফাজতে নিহত এরশাদ আলী লাডলার পরিবারকে। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, মানবতার ডাকে এনএসডব্লিউ এমন একটি মহত উদ্যোগ নেয়ায় সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে সরকারের এসব অমানবিক কর্মকান্ড, বিনাবিচারে হত্য, গুম-খুন বন্ধ করার আহবান জানাচ্ছি। সহায়তা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল হাসান, মেহবুব শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন সরকার শাওন ও সাইদুর রহমান রয়েল, মহানগর উত্তর ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ, তারেক জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক- ফাতেমা খানম ও সাংগঠনিক সম্পাদক শান্ত ইসলাম জুম্মন, সংগঠনের সহ-সভাপতি শাহেদ ওসমান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম, আব্দুস সালাম সালমান, মোস্তফা মহসীন দীপু, সাব্বির আলম, হাসিব আহমেদ, রুহল আমিন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status