অনলাইন

কোরবানির পশু বহনকারী ট্রাকের সামনে থাকছে ব্যানার

অনলাইন ডেস্ক

২২ জুলাই ২০১৮, রবিবার, ৭:২৯ পূর্বাহ্ন

সামনে আসছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ উপলক্ষে সারাদেশে বিপুল পরিমাণ কোরবানির পশু পরিবহন হয়। তাই এসব বহনকারী পশুর যাত্রাপথ নির্বিঘœ করতে ট্রাকের সামনে হাটের নাম উল্লেখ করে টাঙানো থাকবে ব্যানার। এক হাটের পশু অন্য হাটে জোর করে নামানো ঠেকাতে এই সিধান্ত নেয়া হয়েছে।

আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে আয়োজন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক। এই বৈঠকে এসব তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি আরও জানান, ২৯টি পশুর হাট বসবে এবার রাজধানী ঢাকায়। বিশেষ টুপি পরে কোরবানির পশুর নিরাপত্তা নিশ্চিত তরবেন পুলিশ। মহাসড়ক বা রেলপথের পাশে পশুর হাট করাতেও থাকছে নিষেধাজ্ঞা। চাঁদাবাজি রোধে সচেষ্ট থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোরবানির পশুর কারণে যেন যানজট না হয়, তা ক্লোজড সার্কিট (সিসি) টিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status