বিনোদন

‘নোলক’ নিয়ে দুই সমিতিতে রাশেদ রাহার অভিযোগ

স্টাফ রিপোর্টার

২২ জুলাই ২০১৮, রবিবার, ৫:৫১ পূর্বাহ্ন

নির্মাতা রাশেদ রাহাসহ ছবির মহরতে শাকিব ও ববি

এরইমধ্যে শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ নামে নতুন ছবির বেশিরভাগ কাজ শেষ করেছেন নির্মাতা রাশেদ রাহা। তারপর হঠাৎ তাকে না জানিয়ে পরিচালক পরিবর্তন করে ভারতে শুটিং চলছে বলে বাংলাদেশ পরিচালক সমিতি এবং প্রযোজক-পরিবেশক সমিতিতে অভিযোগ করেছেন এ তরুন নির্মাতা। তিনি আজ বিকালে মানবজমিনকে বলেন, মাত্র চার-পাঁচ দিন শুটিং এবং তারিক আনাম খান, ওমর সানী ভাই ও মৌসুমী আপুর কিছু কাজ বাঁকী ছিল। তা হলেই পুরো ছবির কাজ শেষ হতো। এর মধ্যে আমি জানতে পারলাম কলকাতায় পরিচালক ইফতেখার চৌধুরীকে নিয়ে এ ছবিটির শুটিং করছেন প্রযোজক। এমন ঘটনার প্রেক্ষিতে বিকাল পৌনে চারটায় ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাশেদ রাহা।

একই ঘটনায় প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী সনেটের বিরুদ্ধে বাংলাদেশ প্রযোজক-পরিবেশক সমিতিতে অভিযোগ দায়ের করেন তিনি। দুই সমিতিতে লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রাশেদ রাহা। তিনি জানান, গত বছর পহেলা ডিসেম্বর ভারতের হায়দারাবাদে ছবিটির শুটিং শুরু করি। এরপর ‘নোলক’ ছবির ৮০ শতাংশ শুটিং সম্পন্ন হয়। মাস খানেক আগে ছবির প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী আমাকে ফোন করে বলেন, এখন থেকে পরিচালক ইফতেখার চৌধুরী ‘নোলক’ ছবির বাকি অংশের শুটিং করবেন। আমি যেন তার সঙ্গে পরামর্শ করে নিই। তা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা! যে ছবির শুটিং বাকি আর মাত্র কয়েক দিনের, তা নাকি এখন অন্য কেউ শুটিং করবেন! এ দৃশ্য আমাকে দেখতে হবে! বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং বাংলাদেশ প্রযোজক-পরিবেশক সমিতিতে দেওয়া অভিযোগে রাশেদ রাহা লিখেন, যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি রাশেদ রাহা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন সদস্য।

আমি ২৩/১১/২০১৭ তারিখে ‘নোলক’ নামে একটি চলচ্চিত্র পরিচালনার জন্য চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধন করি। দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতিতে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বর্ণাঢ্য মহরতের মাধ্যমে আমার ওপর ছবিটি পরিচালনার দায়িত্বভার অর্পণ করা হয়। শতভাগ আন্তরিকতার সঙ্গে ইতোমধ্যে ছবির ৮৫ ভাগ শুটিং সম্পন্ন করেছি। গত ১ ডিসেম্বর থেকে টানা ২৮ দিন ছবির শুটিং হয়েছে ভারতের হায়দারাবাদ রামোজি ফিল্ম সিটিতে। অভিনয়শিল্পীরা ছিলেন-শাকিব খান, ববি, ওমর সানি, মৌসুমী, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, কলকাতার রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, অমিতাভ ভট্রাচার্য প্রমুখ। রাশেদ রাহা লিখেন, ছবির বাকি অংশের শুটিং করার জন্য আমি অনেকদিন থেকেই প্রস্তত। কিন্তু মাসখানেক আগে এ ছবির প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী (সনেট)-এর পক্ষ থেকে বাকি অংশের শুটিংয়ের জন্য পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে পরামর্শ করতে বলা হয়। ছবির নির্মানকৌশল ও গোপনীয়তা বজায় রাখার স্বার্থে কারও সঙ্গে পরামর্শ করতে আগ্রহী ছিলাম না।

বিভিন্ন সূত্রে হঠাৎ জানতে পারি, আমাকে ছাড়াই পরিচালক ইফতেখার চৌধুরীকে দিয়ে ‘নোলক’ ছবির বাকি অংশের কাজ শেষ করার জন্য প্রযোজক ইতোমধ্যেই একটি দল নিয়ে গতকাল (২১ জুলাই) কলকাতায় পৌঁছেছেন। পুরো ব্যাপারটা ঘটেছে আমার অজ্ঞাতে। এ বিষয়ে পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগের জন্য তার মুঠোফেনে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ সম্পর্কে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, কিছুক্ষণ আগে আমি অভিযোগপত্র হাতে পেয়েছি।

অভিযোগ পাওয়ার পর আমি ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তাকে না পেয়ে তার প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। এখনো ইফতেখার চৌধুরীর সঙ্গে কথা হয়নি। রাশেদ রাহা অনেকখানি ছবির কাজ শেষ করেছেন বলে জেনেছি। নতুন একটা ছেলে, তাকে সাহায্য না করে বিপদে ফেলার কোনো মানে হয় না। এই অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে। অনুমতি ছাড়া অন্য পরিচালককে দিয়ে কাজ করানো যাবে না। এটা নিয়মেও নেই। রাশেদ রাহার ব্যাপারে অভিযোগ করে সাকিব ইরতেজা চৌধুরী জানান, ভারতে থেকে এসে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status