খেলা

পিছিয়ে পড়েও পিএসজিকে হারালো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই ২০১৮, রবিবার, ১:৩৫ পূর্বাহ্ন

বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে নিকো কোভাকের শুরুটা হলো দুর্দান্ত। শনিবার আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে পিছিয়ে পড়েও প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ৩-১ গোলে হারায় তার দল। নতুন মৌসুম শুরুর আগে গতকাল প্রস্তুতিমূলক টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামে বায়ার্ন ও পিএসজি। কোভাকের মতোই এদিন শুরু হলো টমাস টুসেলের পিএসজি অধ্যায়। দুজনই তারকাহীন দল নামান মাঠে। অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফরাসি চ্যাম্পিয়নরা। লাইবেরিয়ার সাবেক ফুটবল তারকা ও বর্তমান প্রেসিডেন্ট জর্জ উইয়ার ছেলে টিমোথি উইয়া ৩১তম মিনিটে পিএসজির হয়ে গোলটি করেন। এদিন পিএসজির হয়ে অভিষেক হয় ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে আসা গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের। ৬০তম মিনিটে আরিয়েন রোবেনের কর্নার থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান জাভি মার্টিনেজ। ৬৬তম মিনিটে বুফনকে তুলে রেমি দেশমকে বদলি হিসেবে নামান কোচ। এর ২ মিনিট পরই দেশমকে বোকা বানিয়ে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন রেনাতো সানচেস। বদলি নামা জশুয়া জির্কজি ৭৮ মিনিটে পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আগামী ২৬শে জুলাই জুভেন্টাসের মুখোমুখি হবে বায়ার্ন। এর দুই দিন পর পিএসজি খেলবে আর্সেনালের বিপক্ষে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status