বাংলারজমিন

পার্লার থেকে মাসোহারা চট্টগ্রামের দুই পুলিশ প্রত্যাহার

চট্টগ্রাম প্রতিনিধি

২২ জুলাই ২০১৮, রবিবার, ৯:২৭ পূর্বাহ্ন

স্পা পার্লার থেকে অনৈতিকভাবে মাসোহারা আদায়ের দায়ে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন-কোতোয়ালি থানার অধীনে সিআরবি পুলিশ ফাঁড়ির আইসি এসআই গোলাম ফারুক ভুঁইয়া ও এএসআই ফয়সাল মুরাদ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন শনিবার দুপুরে মুঠোফোনে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি স্বীকার করেন। তবে তাদের প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোডে অবস্থিত পর্যটন করপোরেশনের নিয়ন্ত্রিত মোটেল সৈকতে দুটি সপা পার্লার রয়েছে। যেখানে পার্লারের আড়ালে দেহব্যবসার মতো অসামাজিক কার্যক্রম চলে আসছে।
এতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার স্বার্থে মোটা অঙ্কের নিয়মিত মাসোহারার বিনিময়ে কোতোয়ালি থানাধীন সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম ফারুক ভুঁইয়া ও তার সহযোগী এএসআই ফয়সাল মুরাদ এ কাজে সহযোগিতা করে আসছেন। কিন্তু হঠাৎ করে গত ৪টা জুলাই সন্ধ্যায় কোতোয়ালি পুলিশ সপা পার্লার দুটিতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে সেখানে অভিযান চালিয়ে ১৪ তরুণী ও ৪ যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায়। এমনকি অভিযানের সময় পুলিশের দুই সদস্য এসআই গোলাম ফারুক ভুঁইয়া ও এএসআই ফয়সাল মুরাদ সপা পার্লার দুইটির মালিকের কাছে একলাখ টাকা করে দাবি করেন। অন্যথায় ওসি মহসীনের সঙ্গে যোগাযোগ করার জন্য চাপ সৃষ্টি করেন। স্পা পার্লার দুটির মালিকপক্ষের লোকজনের এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম। এতে পুলিশের সঙ্গে আর্থিক লেনদেনের কয়েকটি ভিডিও ক্লিপ পুলিশ কর্তাদের হাতে পৌঁছে। ফলে এ অভিযান নিয়ে পুলিশের মধ্যে তোলপাড় শুরু হয়। এরপরই সিআরবি পুলিশ ফাঁড়ি থেকে এসআই গোলাম ফারুক ভুঁইয়া ও এএসআই ফয়সাল মুরাদকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়। এ সমপর্কে জানতে চাইলে ওসি মহসীন বলেন, টাকা লেনদেনের কোনো বিষয় আমার জানা নেই। অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ পেয়েই আমরা স্পা পার্লার দুটিতে অভিযান চালিয়েছি। এরমধ্যে একটি পার্লারের মালিক একজন সাংবাদিক বলেও শুনেছি। তিনি বিষয়টিকে নিয়ে জলঘোলা করার চেষ্টা করছেন। দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে প্রশাসনিক কারণে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status