খেলা

হার নিয়ে শুরু ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই ২০১৮, রবিবার, ৯:১৩ পূর্বাহ্ন

প্রাক-মৌসুমের শুরুতে ড্র নিয়ে মাঠ ছাড়েন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। আর হার নিয়ে প্রাক-মৌসুম শুরু করলো তাদের নগর সতীর্থ ম্যানচেস্টার সিটি। রেকর্ড গড়ে দলে আসা রিয়াদ মাহরেজ প্রথমবার মাঠে নামলেন ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে। যদিও নতুন ক্লাবের হয়ে এই আলজেরিয়ান ফরোয়ার্ডের প্রথম ম্যাচটা শেষ হলো হতাশায়। প্রাক মৌসুমে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিনশীপ কাপে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হার দেখে ম্যানসিটি। এবারের গ্রীষ্মকালীন দলবদলে লেস্টার সিটি থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে ইত্তিহাদের ক্লাবটিতে নাম লেখান মাহরেজ। ম্যানসিটির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের লেবেল লাগিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের শিকাগোয় অভিষেক হয় তার। এদিন ম্যাচের ২৮তম মিনিটে পেনাল্টি থেকে বরুশিয়া ডর্টমুন্ডের পক্ষে একমাত্র গোলটি করেন জার্মান ফরোয়ার্ড মারিও গোটজে। ম্যানসিটির খেলোয়াড় আলেকজান্ডার জিনচেঙ্কো নিজেদের ডি-বক্সের মধ্যে বরুশিয়ার ক্রিস্টিয়ান পুলিসিচকে বাজে ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রথমার্ধের আগমুহূর্তে প্রতিপক্ষের গোলপোস্টের খুব কাছে ফ্রি-কিক পায় সিটিজেনরা। কিন্তু এই সুযোগ পেয়েও গোল করতে পারেননি মাহরেজ। বিশ্বকাপ শেষ হলেও তার বাতাস এখনো থামেনি।
তাই শিকাগোর দর্শকদের হতাশই হতে হয়েছে। এ ম্যাচে ম্যানচেস্টার সিটির অনেক তারকা ফুটবলারই মাঠে নামনেনি। গাব্রিয়েল জেসুস, সার্জিও আগুয়েরো, কাইল ওয়াকার, দানিলো, ভিনসেন্ট কম্পানি, জন স্টোনস, রাহিম স্টারলিং, ইলকাই গুন্দোয়ান, কেভিন ডি ব্রুইনা, ফ্যাবিয়ান ডেলফ, বারনার্দো সিলভা, ডেভিড সিলভা, নিকোলাস ওটামেন্দি, গোলরক্ষক এডারসনরা মাঠে নামনেনি ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের হয়ে। প্রাক মৌসুম প্রস্তুতিতে ম্যানসিটি প্রথমবার নামলেও ডর্টমুন্ড খেললো দ্বিতীয় ম্যাচ। গত সপ্তাহে অস্ট্রিয়ার ক্লাব ভিয়েনার বিপক্ষেও ১-০ গোলের জয় কুড়ায় জার্মান ক্লাবটি। গতকাল থেকে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশীপ কাপে ইউরোপের ১৮টি ক্লাব অংশ নিচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ ছয়টি ক্লাব অংশ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে। এছাড়া স্প্যানিশ লা লিগা থেকে অংশ নিচ্ছে, এফসি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ইতালিয়ান সিরি আ’ থেকে জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান ও রোমা। জার্মান বুন্দেসলিগা থেকে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। ফরাসি লীগ ওয়ান থেকে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও অলিম্পিক লিও। আর পর্তুগাল থেকে অংশ নিচ্ছে বেনফিকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status