অনলাইন

কমলগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

২১ জুলাই ২০১৮, শনিবার, ৭:২০ পূর্বাহ্ন

কমলগঞ্জে স্বামীর নির্যাতনে সাহানা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনাটি কমলগঞ্জের পতনঊষার গ্রামে ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধুর স্বামী ফেরদৌস মিয়া (৩০) কে আটক করেছে পুলিশ। নিহত সাহানা বেগম কুলাউড়া উপজেলার লালারচক গ্রামের কদর আলীর মেয়ে। তাদের সংসারে একটি শিশু সন্তান রয়েছে। গৃহবধূ সাহানা বেগমের বড় ভাই মোহাম্মদ আলী জানান, শুক্রবার রাত ১২টার দিকে তার বোনের স্বামী ফেরদৌস মিয়া মোবাইলফোনে তাকে জানায় সাহানা খুবই অসুস্থ্য। ফোন পেয়ে রাতেই তারা বোনের বাড়িতে এসে বোনের মৃত দেহ দেখতে পান। এরপরও স্বামীর বাড়ির লোকজন মৃত বোনকে হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আমরা সাহানার মৃতদেহ কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। তিনি বলেন, আমার বোনকে নির্যাতন করার কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি। এদিকে প্রতিবেশীরা  জানান, কয়েক দিন আগে বহিরাগত মেয়েদের সঙ্গে ফেরদৌস মিয়ার মোবাইল ফোনে আলাপ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে তার উপর অত্যাচার করে ফেরদৌস। পরে পারিবারিক বৈঠকে সেটি সমাধান করা হয়। তার পরও থামেনি গৃহবধূর উপর নির্যাতন। নির্যাতনের এক পর্যায়ে শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে বলে সাহানার পরিবারের দাবি। বিভিন্ন সময়ে আমার বোনকে নির্যাতন করে করে আসছে বলে তিনি জানান। তবে অভিযোগ অস্বীকার করে আটক সাহানার স্বামী ফেরদৌস মিয়া বলেন, শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর সাহানার বুকে ব্যথ্যা দেখা দিলে ঔষধ খাওয়াই। এরপর অবস্থা আরও খারাপ হলে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাহানাকে মৃত ঘোষনা করে। কমলগঞ্জ থানার ওসি তদন্ত নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status