খেলা

গেমসে পদকজয়ীদের প্রাইজমানি বাড়লো

স্পোর্টস রিপোর্টার

২১ জুলাই ২০১৮, শনিবার, ৯:১৬ পূর্বাহ্ন

সব ধরনের গেমসে পদকজয়ীদের অর্থ পুরস্কার বাড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। অলিম্পিকে সোনা জিতলে এক কোটি টাকার অঙ্কটা দ্বিগুণ করেছে সংস্থাটি। অলিম্পিক গেমসের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয়ীদের জন্য দুই কোটি টাকা ঘোষণা করেছে বিওএ। আর দলীয় ইভেন্টে স্বর্ণ জয়ী দলকে দেয়া হবে তিন কোটি টাকা। বৃহস্পতিবার বিওএর নির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে ২৫ লাখ আর দলীয় বিভাগে ৪০ লাখ টাকা দেয়া হবে। কমনওয়েলথ গেমসে ১৫ লাখ টাকা পাবেন ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী, আর দলীয় ইভেন্টে পাবেন ২০ লাখ টাকা। এসএ গেমসে ব্যক্তিগত ইভেন্টে ৬ লাখ ও দলীয় বিভাগে এক লাখ টাকা করে পাবেন প্রত্যেকে। কোচদেরও দেয়া হবে অর্থ পুরস্কার। বিওএ সব মিলিয়ে ১১টি আন্তর্জাতিক গেমসের জন্য অর্থ পুরস্কার বরাদ্দ রেখেছে। বিওএ’র মহাসচিব শাহেদ রেজা বলেন, ‘ক্রীড়াবিদদের উৎসাহ বাড়াতে আমরা অর্থ পুরস্কার দ্বিগুণ বাড়িয়েছি। যাতে ক্রীড়াবিদরা আরও ভালো খেলতে পারে।’ এছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী যুব গেমসের বাছাইকৃত প্রতিভাবান অ্যাথলেটদের বছরব্যাপী বিকেএসপিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। ১৪টি ডিসিপ্লিনে যারা অষ্টম শ্রেণি বা তার নিচে লেখাপড়া করছে তাদের বিকেএসপিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে বিকেএসপির সঙ্গে বিওএর আলোচনা চলছে বলেও জানা গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status