বাংলারজমিন

সাভারে বেসরকারি হাসপাতালে অভিযান ২২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২১ জুলাই ২০১৮, শনিবার, ৯:০৯ পূর্বাহ্ন

সাভারে বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৭টি হাসপাতালকে ২২ লাখ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানাসহ তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া ল্যাব না থাকা সত্ত্বেও রোগীদের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রিপোর্ট প্রদান করায় একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে শুক্রবার মধ্যরাত পর্যন্ত সাভার থানা  রোড ও তালবাগ এলাকায় অবস্থিত বেসরকারি হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মেয়াদ  উত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসাসেবা দেয়ায় দীপ ক্লিনিক হাসপাতালের মালিক ডা. সিরাজুল ইসলামকে নগদ তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে এবং হাসপাতালের লাইন্সেস এবং প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় সাভার সেন্ট্রাল হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়েছে। এসময় নগদ আড়াই লাখ টাকা জরিমানা ধার্য করে আগামী ৭ দিনের মধ্যে হাসপাতালের রোগীদের অন্যত্র রেফার্ড করার নির্দেশ দেয়া হয়। এছাড়াও ডিজি হেল্‌থ-এর অনুমতি না নিয়ে হাসপাতালটি চালুর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া নোংরা পরিবেশে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে ল্যাব পরিচালনা করায় সাভার প্রাইম হাসপাতালকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টেস্ট না করেই চিকিৎসকের স্বাক্ষরযুক্ত প্যাডে ভুয়া রিপোর্ট ডেলিভারি, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় সাভার প্রিন্স হাসপাতালকে ছয় লাখ টাকা জরিমানা ধার্য করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। জরিমানা অনাদায়ে নিরাপদ রক্ত সঞ্চালন আইনে তিন মাসের কারাদণ্ড এবং ভোক্তা অধিকার আইনে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। প্রশিক্ষণ ছাড়া টেকনিশিয়ান দিয়ে ইসিজি পরীক্ষা করা এবং অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় নিউ দ্বীপ ক্লিনিককে চার লাখ টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রি-এজেন্ট ব্যবহার এবং অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করায় সাভার মুক্তি হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ল্যাব না থাকলেও রোগীদের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট প্রদান করায় সেবা ক্লিনিকের পরিচালক আব্দুস সালামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে রোগীদের চিকিৎসা দেয়ায় হাসপাতালটির পরিচালক আমিনুল ইসলামকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে  মোবারকসহ আরো দুইজন পরিচালক পালিয়ে যাওয়ায় হাসপাতালটি সিলগালা করে পলাতকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার কথা জানিয়েছেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status