বাংলারজমিন

সরিষাবাড়ীতে ট্রাক খাদে পড়ে নিহত ৩

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

২১ জুলাই ২০১৮, শনিবার, ৯:০৮ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৪৫৪৯) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন জন নিহত ও তিন জন আহত হয়েছেন। গতকাল ভোর ৪টায় উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট কাজী নজরুল ইসলাম বিদ্যা নিকেতনের পার্শ্বে তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জ জুট মিল থেকে কাঁচা পাটের প্রেস মেশিনটি স্থানান্তর করে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারে স্বপন মিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠানে নেয়ার সময় পথিমধ্যে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় মালবাহী ট্রাকের নিচে চাপা পড়া তিন শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতদের পরিবার পরিজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। নিহতরা হলেন- সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চার পাড়া গ্রামের আব্দুল বারেক (৬০), রিয়াজ উদ্দিন নিমাই সরদার (৫০) ও পুঠিয়ার পাড় গ্রামের নাজির হোসেন (৫২)। ট্রাকের ছয় শ্রমিকের মধ্যে মেশিনের পার্শ্বে তিন জন ঘুমিয়ে ছিল। অপর তিন জন জেগে থাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়েছে টের পেয়ে ট্রাক থেকে লাফ দিয়ে প্রাণে রক্ষা পান। এরা হলেন- হযরত আলী, শহিদ ও আয়েজ উদ্দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status