এক্সক্লুসিভ

চার বছরে মোদির বিদেশ সফরে ব্যয় ১৪৮৪ কোটি রুপি

কলকাতা প্রতিনিধি

২১ জুলাই ২০১৮, শনিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

অতীতে ভারতের কোনো প্রধানমন্ত্রী এত ঘন ঘন বিদেশ সফর করেন নি। এই খোঁচা দিয়ে বারে বারে বিরোধীরা মোদিকে বিদ্ধ করতে চেয়েছেন। এবার সরকারিভাবে জানা গেছে, ২০১৪ সালের ১৫ই জুন থেকে ২০১৮ সালের ১০ই জুন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮৪টি দেশ সফরে গিয়েছেন। আর এই সফরে তার চার্টার্ড ফ্লাইট, বিমানের রক্ষণাবেক্ষণ, হটলাইন সংযোগ-সব মিলিয়ে খরচ হয়েছে ১৪৮৪ কোটি রুপি। বৃহস্পতিবার রাজ্যসভায় পররাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংহ জানিয়েছেন, ২০১৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী পদে বসার পর ৪২টি বিদেশ সফরে ৮৪টি দেশে গিয়েছেন মোদি। এই সফরের খরচের বিস্তারিত হিসাব প্রকাশ করেছেন তিনি। সেই হিসাব অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিমানের রক্ষণাবেক্ষণের জন্য ১০৮৮.৪২ কোটি রুপি, চার্টার্ড ফ্লাইটের জন্য ৩৮৭.২৬ কোটি রুপি ব্যয় হয়েছে। হটলাইনের জন্য খরচের পরিমাণ ছিল ৯.১২ কোটি রুপি। তবে এই হিসাবের মধ্যে তার ২০১৭-১৮ ও ২০১৮-১৯-এর বিদেশ সফরকালে হটলাইন পরিষেবার খরচ ধরা নেই। ২০১৮-১৯ এর বিদেশ সফরের চার্টার্ড ফ্লাইটের খরচও ধরা হয়নি। জানা গেছে, প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ২৪টি দেশ সফর করেছেন ২০১৫-১৬ সালে। ২০১৪-১৫য় মোদি ১৩টি দেশ সফর করেছেন। ২০১৭-১৮ সালে ১৯টি, ২০১৬-১৭ সালে ১৮টি দেশে গিয়েছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status