অনলাইন

২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

স্টাফ রিপোর্টার

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ১২:০১ অপরাহ্ন

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ শুক্রবার সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ এবং রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশের অনুমতি পাওয়ার তথ্য জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হবে। গত ১৫ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগেও খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। কিন্তু তাতে পুলিশের অনুমতি না পাওয়ায় তা স্থগিত করতে হয়েছে বিএনপিকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজ সূত্রে জানা গেছে, ২৩ শর্তে শুক্রবার বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

শর্তাবলী

১। এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য প্রয়োজনে সংশিøষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে।

২। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ কর্মসূচীর কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।

৩। স্বাভাবিক যানচলাচল নিশ্চিতকল্পে রাস্তা ব্যবহার করে কিংবা রাস্তা বন্ধ করে সমাবেশ করা যাবে না।

৪। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকল্পে নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে।

৫। স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশ কর্মসূচীর অভ্যন্তরে ও বাইরে উন্নত রেজ্যুলেশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

৬। নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি প্রবেশগেটে আর্চওয়ে স্থাপন করতে হবে এবং সমাবেশ কর্মসূচীতে আগতদের হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং এর ব্যবস্থা করতে হবে।

৭। নিজস্ব ব্যবস্থাপনায় Vehicle Scanner/Search Mirror এর মাধ্যমে সমাবেশ কর্মসূচীস্থলে আগত সকল যানবাহন তল্লাশীর ব্যবস্থা করতে হবে।

৮। নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশ কর্মসূচীস্থলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখতে হবে।

৯। অনুমোদিত স্থানের বাইরে মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না।

১০।  অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে প্রজেকশন স্থাপন করা যাবে না।

১১। অনুমোদিত স্থানের বাইরে, রাস্তায় বা ফুটপাতে কোথাও লোক সমবেত হওয়া যাবে না।

১২। আযান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না।

১৩। অনুমোদিত সমাবেশ কর্মসূচীর ব্যতিত মঞ্চকে অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না।

১৪। আইন-শৃঙ্খলা পরিপন্থি, জনস্বার্থ, সরকার বা রাষ্ট্র বিরোধী ও জননিরাপত্তা বিরোধী কার্যকলাপ করা যাবে না।

১৫। উস্কানীমূলক কোন বক্তব্য প্রদান বা প্রচার পত্র বিলি করা যাবে না।

১৬। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোন বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না।

১৭। সমাবেশ কর্মসূচী শুরুর ০২(দুই) ঘন্টা পূর্বে লোকজন সমাবেশ কর্মসূচীস্থলে আসতে পারবে।

১৮। ১৭.০০ ঘটিকার মধ্যে সমাবেশ কর্মসূচীর যাবতীয় কার্যক্রম শেষ করতে হবে।

১৯। অনুমোদিত সময়ের পূর্বে কিংবা পরে অনুমোদিত স্থানের আশপাশসহ রাস্তায় কোন অবস্থাতেই সমবেত হওয়াসহ যান ও জন চলাচলে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

২০। কোন ধরণের লাঠি-সোটা/ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড ব্যবহার করা যাবে না।

২১। মিছিল সহকারে সমাবেশ কর্মসূচীস্থলে আসা যাবে না।

২২। উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে।

২৩। জনস্বার্থে কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে উক্ত অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status