বিনোদন

আলাপন

‘নাট্য নির্মাতারা এখন ভালো চলচ্চিত্র নির্মাণ করছেন’

এন আই বুলবুল

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ১০:০১ পূর্বাহ্ন

সিনিয়র শিল্পীদের নিয়ে এখন আর টিভি নাটকের গল্প তৈরি হয় না। তরুণ-তরুণীর প্রেমের গল্পই বেশি দেখা যায়। যে কারণে বেশিরভাগ নাটকের গল্প একই রকম মনে হয়। টিভি নাটকের বর্তমান অবস্থা নিয়ে এভাবে মন্তব্য করলেন গুণী অভিনেত্রী আফরোজা বানু। ছোটপর্দায় আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় এ অভিনেত্রী প্রথম অভিনয় করেন ‘মরা মানুষের পাঠশালা’ নাটকে। তারপর থেকে এখনো টিভি নাটকে অভিনয় করছেন তিনি। টিভি নাটক নিয়ে এই অভিনেত্রী আরো বলেন, আমাদের এখন অনেক বেশি নাটক নির্মাণ হচ্ছে। প্রচুর কাজ হলেই ভালো কাজের সংখ্যা কমে যায়।  একজন নির্মাতা এক সঙ্গে একাধিক কাজ না করে ভালো দু’একটি করলেই দর্শক সেটি গ্রহণ করবে। ভালো কাজের সংখ্যাও বেড়ে যাবে বলে আমি মনে করি।  এই সময়ে টিভি নাটকে কোন বিষয়টি বেশি অনুপস্থিত? এই প্রশ্নের উত্তরে আফরোজা বানু বলেন, এখন আমাদের ভালো স্ক্রিপ্টের অভাব রয়েছে। আর ভালো স্ক্রিপ্ট না হলে ভালো নাটক নির্মাণ সম্ভব নয়। এখন অনেক সময় দেখা যায় শুটিং স্পটে সংলাপ তৈরি করতে। স্ক্রিপ্টের দিকে নির্মাতাদের মনোযোগী হতে হবে। একটি যৌথ পরিবারে যেমন বাবা-মা থাকেন তেমনি সিঙ্গেল পরিবারেও বাবা-মা থাকেন। গল্পে বাবা-মা কিংবা অন্য চরিত্রগুলো না এলে গল্পের মান কমে যায়। গল্প পরিপূর্ণতা পায় না। এই সময়ের শিল্পীদের নিয়েও এ অভিনেত্রী মন্তব্য করেন। তিনি বলেন, এখন দু’একটি নাটকে অভিনয় করে শিল্পী বনে যাচ্ছেন অনেকেই। অথচ শিল্পী হতে অনেক সময় লাগে। আমরা বুঝতে চাই না কারা প্রকৃত শিল্পী। আমাদের মনে রাখতে হবে, টিভি পর্দায় দেখা গেলেই কেউ শিল্পী হয় না। এদিকে আফরোজা বানুর হাতে এখন দুটি ধারাবাহিক নাটক রয়েছে। এ দুটি হলো এস এম শাহীনের ‘সোনাভান’ ও রহমতুল্লাহ তুহীনের ‘যখন কখনো’। প্রায় এক মাস পর ১৩ই জুলাই কানাডা থেকে ফিরে তিনি ‘সোনাভান’ নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ছোট পর্দার বাইরে বড় পর্দায়ও এই অভিনেত্রী অভিনয় করছেন। সর্বশেষ তাকে বড় পর্দায় দেখা গেছে বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ ছবিতে। বর্তমানে তার হাতে আছে তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়া’ ছবিটি। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এই ছবিটি নির্মিত হয়েছে। এতে তিনি অভিনয় করেছেন একজন আদর্শ মায়ের চরিত্রে। এই সময়ে আমাদের চলচ্চিত্রের অবস্থা কেমন মনে হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, নাট্য নির্মাতারা এখন ভালো চলচ্চিত্র নির্মাণ করছেন। আমাদের মূল ধারার চলচ্চিত্রে অনেক আগেই ধস নেমেছে। টিভি নাটক নির্মাতাদের মধ্য দিয়ে চলচ্চিত্র আবারো ঘুরে দাঁড়াচ্ছে। মঞ্চ নাটকের পরই টিভি ও চলচ্চিত্রে যুক্ত হন এই অভিনেত্রী। ফেরদৌসি মজুমদারের হাত ধরেই তিনি মঞ্চ নাটকে আসেন বলে জানান। তারই নির্দেশনায় এবং মমতাজ উদ্দীন আহমদের নাট্যরূপে রবিঠাকুরের ‘দুই বোন’ মঞ্চ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। একটা সময় আমাদের মঞ্চ নাটক দেখার জন্য দর্শকের উপচে পড়া ভিড় ছিল। কিন্তু এখন সে ঐতিহ্য নেই বলে অনেকে বলে থাকেন। কিন্তু বিষয়টি নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানালেন এই বিশিষ্ট অভিনেত্রী। তিনি বলেন, নানা রকম পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে মঞ্চ নাটক হয়। এ মাধ্যমে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদেরও দেখা যায়। মঞ্চ নাটকের মান আগের চেয়ে ভালো হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status