দেশ বিদেশ

এইচএসসিতে মাইলস্টোন কলেজের সাফল্য

স্টাফ রিপোর্টার

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:৩২ পূর্বাহ্ন

এইচএসসির ফলাফলে সাফল্যধারা ধরে রেখেছে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। উত্তরা মডেল টাউনে অবস্থিত কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২১৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। উভয় মাধ্যমে পাসের হার ৯৯ দশমিক ২ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে ১৬৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাসের হার ৯৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৩৬৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৭৩ শতাংশ। মানবিক বিভাগ থেকে ৯০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৮৯ জন পাস করে। মানবিক বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৮৯ শতাংশ। নিয়মিতভাবে ভালো ফল অর্জনের কারণ হিসেবে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষকদের নিবিড় মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতায় এই ভালো ফল হয়েছে। গ্রাম থেকে আসা অনেক শিক্ষার্থী মাইলস্টোনে পড়ে এবার ভালো ফল করেছে। যাদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ ছিল না কিন্তু এইচএসসিতে তারাও জিপিএ-৫ পেয়েছে। এটি মাইলস্টোন কলেজের একটি বিশেষ সুন্দর দিক। অধ্যক্ষ আরও বলেন, মাইলস্টোন কলেজে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের প্রথম দিন থেকেই নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status