দেশ বিদেশ

শতভাগ পাস সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ডেমরার সামসুল হক খান কলেজ

স্টাফ রিপোর্টার

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:৩১ পূর্বাহ্ন

চলতি বছর এইচএসসিতে সারা দেশের খারাপ ফলের মধ্যেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ডেমরার সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। এ কলেজ থেকে শতভাগ পাসসহ ২৫৬ জিপিএ-৫ সহ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। চলতি বছর এইচএসসিতে শতভাগ পাস করায় দেশের একমাত্র আইকন প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা শিক্ষক, অভিভাবক ও উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, এ ফলাফল সবার। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কঠোর পরিশ্রমের ফলে এ ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা আরো ভালো ফলাফল আশা করেছিলাম। তবে একটা ভিন্ন কারণে আমরা আজ বেশি গর্বিত, ২০১৮ সালে শতভাগ পাস করে সামসুল হক খান স্কুল এন্ড কলেজ সারা দেশে আইকন হয়ে উঠেছে। রাজধানীর ডেমরায় কোনাপাড়ায় অবস্থিত এ কলেজ থেকে ২০১৮ সালে ৬৪৪ পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। এরমধ্যে বিজ্ঞান থেকে ২০৭, ব্যবসায় শিক্ষা থেকে ৪০ এবং মানবিক থেকে ৯ জিপিএ-৫ পেয়েছে। জানা গেছে, ২০১৮ পর্যন্ত এসএসসির ফলাফলে দেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর সারিতে অবস্থান করে আসছে। মেধা র‌্যাঙ্কিং রহিত না থাকলে এবার ঢাকা বোর্ডে সাফল্যের শীর্ষে থাকতো এ প্রতিষ্ঠানটি। এসএসসিতে ২০১৫ সালে ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করে দেশসেরা হওয়ার সুনাম অর্জন করে এবং ২০১২ সালে হয় দ্বিতীয় সেরা। পিইসি এবং জেএসসিতেও প্রতিষ্ঠানের অর্জন ধারাবাহিকভাবে ভালো ফল করেছে। ২০১৭ ও ২০১৮ সালে এ প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status