খেলা

ক্লাব ফুটবলের প্রাক-মৌসুম শুরু কাল

ম্যানসিটিতে মিশন শুরু মাহরেজের

স্পোর্টস ডেস্ক

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:২৪ পূর্বাহ্ন

বিশ্বকাপের ডামাডোল শেষে ফুটবলপ্রেমীদের চোখ এখন ইউরোপিয়ান ক্লাব ফুটবলে। আগামী মাসে ইউরোপের শীর্ষ পাঁচটি লীগের নতুন মৌসুমের পর্দা উঠবে। তার আগে প্রাক মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করবে ক্লাবগুলো। প্রতি বছরের মতো এবারো থাকছে প্রাক মৌসুমের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ (আইসিসি)। আজ শুরু হচ্ছে এর ষষ্ঠ আসর। প্রথম ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ড। শেষ হবে ১২ই আগস্ট। এবার ইউরোপের ১৮টি ক্লাব অংশ নিচ্ছে। সর্বোচ্চ ছয়টি ক্লাব ইংলিশ প্রিমিয়ার লীগের। ম্যাচ হবে মোট ২৭টি। প্রত্যেক দল ৩টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারীর হাতে উঠবে শিরোপা। ১১টি দেশের ২২টি ভেন্যুতে হবে আইসিসি টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে বুরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শনিবার শিকাগোর সোলজার ফিল্ডে বাংলাদেশ সময় সকাল ৭টা পাঁচ মিনিটে খেলা শুরু হবে। একইদিন অস্ট্রিয়ার ওয়ার্নারসি স্টেডিয়ামে রাত ৮টা ৫ মিনিটে বায়ার্ন মিউনিখকে মোকাবিলা করবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রথম ম্যাচ টটেনহ্যামের বিপক্ষে। ২৯শে জুলাই ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে রাত ৯টা ৫ মিনিটে খেলা শুরু হবে। ১লা আগস্ট ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডকে মোকাবিলা করবে রিয়াল মাদ্রিদ। বার্সার পরবর্তী দুই ম্যাচ রোমা ও এসি মিলানের বিপক্ষে। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল খেলবে জুভেন্টাস ও রোমার বিপক্ষে।
ছুটিতে থাকায় সার্জিও আগুয়েরো ও কেভিন ডি ব্রুইনার মতো বড় তারকাদের কাল দলে পাচ্ছেন না ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। ক্লদিও ব্রাভো, লেরয় সানে, জো হার্ট ও নতুন সাইনিং রিয়াদ মাহরেজ তরুণ দলটির অন্যতম সিনিয়র সদস্য। চলতি মাসেই লিচেস্টার সিটি থেকে আলজেরিয়ান উইঙ্গার মাহরেজকে নিজেদের ক্লাব ইতিহাসে রেকর্ড দামে (৬০ মিলিয়ন পাউন্ড) দলে ভেড়ায় ম্যানসিটি। আফ্রিকার সবচেয়ে দামি ফুটবলার ২৭ বছর বয়সী মাহরেজ। বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬ জন খেলোয়াড় পাঠায় ম্যানসিটি। অন্যদিকে জার্মান উইঙ্গার মার্কো রিউস ও বেলজিয়ান স্ট্রাইকার মিচি বাতশুয়াইকে ছাড়াই নামবে ডর্টমুন্ড। অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে দলে আছেন মারিও গোতজে ও আন্দ্রে শুরলে। রাশিয়া দুইবারের মুখোমুখি লড়াইয়ে ডর্টমুন্ডকে হারাতে পারেনি সিটিজেনরা। ২০১২ সালে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে ঘরের মাঠে ১-১ গোলে ড্র ও জার্মানিতে গিয়ে ১-০ গোলে হার দেখে ইংলিশ পরাশক্তিরা। বিশ্বকাপের আগে রেকর্ডময় প্রিমিয়ার লীগ মৌসুম শেষ করে ম্যানসিটি। প্রিমিয়ার লীগ ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট (১০০), পয়েন্ট ব্যবধান (১৯), গোল (১০৬), গোল ব্যবধান (+৭৯) ও এক মৌসুমে সর্বাধিক ম্যাচ (৩২) জয়ের নতুন রেকর্ড গড়ে গার্দিওলার ম্যানসিটি। বুন্দেসলিগায় চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে ডর্টমুন্ড।

টুর্নামেন্টের ১৮ দল
স্পেন: বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
ইংল্যান্ড: ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি, লিভারপুল ও টটেনহ্যাম।
ইতালি: জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান ও রোমা।
জার্মানি: বায়ার্ন মিউনিখ ও বুরুশিয়া ডর্টমুন্ট।
ফ্রান্স: প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও অলিম্পিক লিঁও।
পর্তুগাল: বেনফিকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status