বিনোদন

হুমায়ূন আহমেদের নামে চত্বর বা সড়কের নামকরণের দাবি

ইকবাল আহমদ সরকার, গাজীপুর থেকে

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:১৬ পূর্বাহ্ন

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দিনভর চলেছে ভক্তদের শ্রদ্ধা নিবেদন। সকাল থেকে হুমায়ূন পরিবার, তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনদের ভিড় ছিল নুহাশ পল্লীর লিচু তলায়। ফুল দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয়েছে জনপ্রিয় এ লেখককে। দিনটি উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের খাবার বিতরণসহ নেয়া হয়েছিল নানা কর্মসূচি। আর ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে হুমায়ূন স্মরণে কোনো একটি চত্বর বা সড়কের নামকরণের দাবি তুলেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ভক্তরা। হলুদ পাঞ্জাবি পরা হিমু পরিবারের সদস্যরাও এসেছেন। কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদনে নাট্যব্যক্তিত্ব, সাহিত্যিকসহ নানা শ্রেণিপেশার মানুষের মিলনমেলা হয়েছিল। আগত দর্শনার্থীরা বলেছেন, হুমায়ূন মানুষের মণিকোঠায় থাকবেন তার অমর লেখনী দিয়ে। তবে, হিমু চরিত্রের সিরিজ সম্পন্ন না হওয়ায় সেটি নিয়ে আক্ষেপ রয়েছে ভক্তদের মধ্যে। কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মেহের আফরোজ শাওন বলেন, আমার দাবি বা স্বপ্নের কথা বলব, বাংলাদেশের কাছের একজন সাহিত্যিক হুমায়ূন আহমেদ। একটি রাস্তা বা বাংলা একাডেমির একটি চত্বর যেন হুমায়ূন আহমেদের নামে নামকরণ করা হয়। কারণ, তিনি এক হাতে ২০ বছর বই মেলাকে টেনে নিয়ে গেছেন। উল্লেখ্য, প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই পুত্র সন্তান নিষাদ ও নিনিদকে সঙ্গে নিয়ে নুহাশ পল্লীতে আসেন। তারা পৌনে ১২টার দিকে হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অসংখ্য হুমায়ূন ভক্ত, হিমু ও রুপার চরিত্র সেজে প্রিয় লেখকের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালে ১৯শে জুলাই মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status