অনলাইন

আবারও বড় ঋণ কেলেঙ্কারিতে জনতা ব্যাংক

অনলাইন ডেস্ক

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৪:৪৭ পূর্বাহ্ন

জনতা ব্যাংকে আবারও বড় ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এবার ভুয়া রপ্তানি নথিপত্র তৈরি করে সরকারের নগদ সহায়তা তহবিল থেকে ১ হাজার ৭৫ কোটি টাকা তুলে নিয়েছে ক্রিসেন্ট গ্রুপ। এই কেলেঙ্কারিতে সহায়তা করার পাশাপাশি ক্রিসেন্ট গ্রুপকে বিপুল পরমাণ অর্থায়নও করেছে জনতা ব্যাংক।

প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ক্রিসেন্টের কাছে জনতা ব্যাংকের পাওনা ২ হাজার ৭৬০ কোটি টাকা। বিদেশে রপ্তানির ১ হাজার ২৯৫ কোটি টাকা আটকা রয়েছে। সব মিলিয়ে গ্রুপটি সরকারি ব্যাংক ও সরকারের তহবিল থেকে মাত্র পাঁচ বছরেই নিয়ে নিয়েছে ৫ হাজার ১৩০ কোটি টাকা। আর এত সব জালিয়াতি হয়েছে জনতা ব্যাংক ইমামগঞ্জ করপোরেট শাখার মাধ্যমে।  জানা যায়, শাখাটির মোট ঋণের ৯৮ শতাংশই এ গ্রুপের কাছে আটকা। যার সবই এখন খেলাপি হয়ে পড়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ক্রিসেন্ট গ্রুপের পাদুকাসহ চামড়াজাত পণ্যের বিক্রয়কেন্দ্র রয়েছে।

উল্লেখ্য, এর আগে এক গ্রাহককেই নিয়ম লঙ্ঘন করে জনতা ব্যাংকের ৫ হাজার ৫০৪ কোটি টাকার ঋণ ও ঋণসুবিধা দেয়ার খবর বের হয়েছিল। আবারও একই ব্যাংকের নতুন এক কেলেঙ্কারির খবর মিলল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status