অনলাইন

দিনাজপুরে ছেলেরা পিছিয়ে

স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকে

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৩:৫৮ পূর্বাহ্ন

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা পাশের ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। এই বোর্ডে এবার মোট পাশের হার ৬০ দশমিক ২১ শতাংশ। যার মধ্যে ছেলেদের পাশের হার ৫৬ দশমিক ২২ এবং মেয়েরা ৬৪ দশমিক ৫১  শতাংশ।  গতবারের চেয়ে এবার পাশের হার কমে গেছে। গতবছর পাশের হার ছিলো ৬৫ দশমিক ৪৪ শতাংশ। দিনাজপুর বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২হাজার ২’শ ৯৭জন শিক্ষার্থী যার মধ্যে ১হাজার ৩’শ ৪৪ জন ছাত্র এবং ৯’শ ৫৩জন ছাত্রী। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ৬৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১লক্ষ ২১হাজার ৩’শ ৩৪জন। এবার পাশ করেছে মোট ৭১হাজার ৯’শ ৫১জন। দিনাজপুর শহরের হলিল্যান্ড কলেজ শিক্ষার্থীরা ফলাফল ভাল করায় তাদের আনন্দ উল্লাস ছিল লক্ষ্য করার মত। প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩৭জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status