অনলাইন

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী

গতানুগতিক পড়ালেখায় ভাল ফল সম্ভব নয়

স্টাফ রিপোর্টার

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৩:০২ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় যারা পাস করেছে তাদের আমি অভিনন্দন জানাই। তাদের ভবিষ্যত মঙ্গল কামনা করছি। আর যারা পাস করতে পারেনি তাদের ভালভাবে পড়লেখা করার জন্য বলছি। তিনি বলেন, প্রতিবছর খাতা দেখার মধ্যে কিছু অভিযোগ থাকতো। এবার এ সুযোগ নেই। অনেক বেশি গবেষণা করে শিক্ষার মান বৃদ্ধির বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। তবে মন্ত্রী সামগ্রিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, পাসের হার কমলেও শিক্ষার মান বৃদ্ধির বিষয়কে আমরা পজেটিভলি দেখছি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আনুষ্ঠানিক ফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। মন্ত্রী  বলেন, আপনারা জানেন, গতানুগতিক পড়ালেখা করে এখন ভাল ফলাফল করা সম্ভব নয়। এখন পরীক্ষা পদ্ধতির বেশ কিছু পরিবতন আনা হয়েছে। সেই বিষয়গুলো লক্ষ্য করে শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যেতে হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা এবারও কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে সারাদেশে শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৩২টি। গেল বছর এ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৩২টি। এবছর সেখানে মাত্র ৪০০টি প্রতিষ্ঠানে শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে। এবছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫টি। যা গতবছর ছিল ৭২টি। ফলে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৭টি। মোট প্রতিষ্ঠানের সংখ্যা এবছর বেড়েছে ১৭৪টি। এবছর মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৮৯৪৫টি। যা গত বছর ছিল ৮৭৭১টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status