বিনোদন

নুহাশ পল্লীতে এতিমদের জন্য হুমায়ূন আহমেদের প্রিয় খাবার

স্টাফ রিপোর্টার

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ১১:৩৮ পূর্বাহ্ন

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে তিনি চলে যান সবাইকে কাঁদিয়ে। বরাবরের মতো এবারও হুমায়ূন আহমেদের সবচেয়ে প্রিয় স্থান ঢাকার অদূরে গাজীপুর নুহাশ পল্লীতে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রায় একই আয়োজন থাকছে তার জন্মস্থান নেত্রকোনায় প্রতিষ্ঠিত স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’-এ। নুহাশ পল্লীতে আয়োজিত আজকের দোয়া-মাহফিলে অংশ নিচ্ছে গাজীপুর এলাকার এতিমখানার অসংখ্য শিশু। এ প্রসঙ্গে হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন বলেন, ‘৬ বছর হতে চললো প্রিয় হুমায়ূন আহমেদ নেই। তার চলে যাওয়ার পর এমন একটি দিনও যায়নি যেদিন আপনি, আমি কোনও না কোনও ভাবে এই মানুষটাকে স্মরণ করিনি। তার বিদায়ের দিন উপলক্ষে এবারও নূহাশপল্লীতে আমরা কোরানখানি এবং দোয়া মাহফিলের আয়োজন করছি। আমাদের সঙ্গে থাকছে গাজীপুর এলাকার কয়েকটি এতিমখানার শিশুরা। বাদ জোহর দোয়া মাহফিলের পর আমরা হুমায়ূনকে স্মরণ করবো এবং সবকটি শিশুকে নিয়ে তার প্রিয় খাবার উপভোগ করবো। আমার বিশ্বাস, ওপার থেকে এই দৃশ্য  দেখে হুমায়ূন আহমেদ অনেক খুশি হবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status