বিনোদন

চলে যাওয়ার এক বছর

স্টাফ রিপোর্টার

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ১০:০৫ পূর্বাহ্ন

মঞ্চ, বেতার, টিভি ও চলচ্চিত্র অভিনেতা আবদুর রাতিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গেল বছরের এ দিনে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ বাসভবন ২০এ/বি নারিন্দা রোডে আজ দিনব্যাপী কোরআন খতম, গরিবদের মাঝে খাদ্য বিতরণ ও বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আবদুর রাতিনের সহকর্মী, সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীদের মিলাদ মাহফিলে অংশ নিতে অনুরোধ করেছে তার পরিবার। অভিনেতা আবদুর রাতিনের জন্ম ১৯৫২ সালের ১৩ই জুলাই। চলচ্চিত্রের সূচনালগ্নের শক্তিমান অভিনেতা আবদুল মতিন আর আয়শা খাতুনের সন্তান আবদুর রাতিন। স্বাধীনতার পর থেকে নাট্যাভিনয়ে সাধনা ও উন্নয়নে মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশের বিখ্যাত সব পরিচালকের ছবিতে কাজ করেছেন এ অভিনেতা। সেসবের মধ্যে উল্লেখযোগ্য চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’, মোহাম্মদ মহিউদ্দিনের ‘বড় ভালো লোক ছিলেন’, সৈয়দ হাসান ইমামের ‘লাল সবুজের পালা’ প্রভৃতি। ‘দেবদাস’ চলচ্চিত্রে পার্বতীর ছেলে ‘মহেন’ চরিত্রে অভিনয় করে এখনো তিনি দর্শক হদয়ে অমর হয়ে আছেন। এছাড়াও তিনি ‘জিদ্দি’, ‘হারানো সুর’, ‘জবাব চাই’, ‘অবুঝ হৃদয়’, ‘কৈফিয়ত’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার সংসার’, ‘লালু সরদার’, ‘স্নেহের প্রতিদান’ ও ‘মোঘলে আযম’সহ প্রায় ২০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সকাল সন্ধ্যা’, ‘মহুয়ার মন’, ‘অস্থির পাখিরা’সহ ‘হীরামন’ নাটকের ২০০ পর্ব ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status