শেষের পাতা

সিলেট সিটি নির্বাচন

আরিফ-কামরান পাল্টাপাল্টি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৩ পূর্বাহ্ন

দুর্বলরা সব সময় অপপ্রচার করে বলে মন্তব্য করেছেন সিলেট আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ  কামরান। ভোটের মাঠে নানা অপপ্রচারের অভিযোগে তিনি এ কথা বলেন। অন্যদিকে গতকালও বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী নানা অভিযোগ করেছেন। বলেছেন, প্রশাসন থেকে চাপ প্রয়োগ অব্যাহত রয়েছে।

ওদিকে দুই প্রার্থীর প্রতিদিনের পাল্টাপাল্টিতে সিলেটের ভোটে শঙ্কা কাজ করছে। প্রশাসন বলছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বুধবার সকালে নগরীর শামীমাবাদ গলির মুখ, বর্ণমালা পয়েন্ট, নরসিংটিলা বাগবাড়ি নুরানী মসজিদ এলাকায় গণসংযোগ করেন।

এ সময় তিনি বলেন, নির্বাচনকে ঘিরে নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমাদের বিশ্বাস নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা এটা জানেন না যে, অপপ্রচার চালিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করা যাবে না। কোনোভাবেই ঠেকানো যাবে না নৌকার বিজয়। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাগবাড়ি নুরানী মসজিদের  মোতোয়ালি হাজী মাসুক মিয়া, অধ্যাপক সামছুল আলম, স্বপন দাস, খিজির হায়াত, হিরণ খান, আব্দুল লতিফ, মো. তজমুল হোসেন, বাবলা আহমদ, মো. জাহিদ সারওয়ার, শ্যামল সিংহ, মো. শাহজাহান, জামিল আহমদ, অরুন দেবনাথ সাগর, সাবু আহমদ, কমেদ খান, কামাল আহমদ, আব্দুর রহিম, সুজন আহমদ, কামাল আহমদ, আব্দুর রহমান, সিরাজুল ইসলাম শামীম প্রমুখ।

কামরানের গণসংযোগ: বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের আদালতপাড়ায় আইনজীবীদের নিয়ে গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। আইনজীবীরা তাকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়ে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, সরকারি কৌঁসুলে অ্যাডভোকেট খাদিমুল মিল্লাত জালাল, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রুহুল আনাম মিন্টু, সেক্টর কমান্ডারস ফোরাম সিলেট বিভাগীয় শাখার সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, আইনজীবী নেতা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট রাজ উদ্দিন, অ্যাডভোকেট কিশোর কুমার কর, অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, অ্যাডভোকেট সেলিম আহমদ, অ্যাডভোকেট মইনুল ইসলাম, অ্যাডভোকেট মাধব কান্তি দেব, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল আজিজ, অ্যাডভোকেট মোস্তফা শাহীন প্রমুখ।

বিকালে নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে নগরীর বাদামবাগিচা এলাকায় গণসংযোগ করেন বদরউদ্দিন আহমদ কামরান।
আরিফুল হকের গণসংযোগ: উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘সিলেটের মানুষের অভূতপূর্ব ভালোবাসা দেখে অভিভূত। প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লায় জনসমুদ্র প্রমাণ করে আরিফুল হক চৌধুরীকে জনগণ কত ভালোবাসে। বুধবার সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে নগরীর মদিনা মার্কেট পয়েন্ট থেকে পাঠানটুলা পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট সমর্থিত মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী, সাবেক এমপি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগরের সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী, অ্যাডভোকেট শের নুর আলী, সৈয়দ তিতুমীর, শামসুল হক নমু, ফারুক আহমদ, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, আবুল কালাম আজাদ, আনসার উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাজকুর পাভেল, মুনাজ্জির হোসেন সুজন, মামুনুর রশিদ শান্ত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব খান, সুনামগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি আসম মিসবাহ, জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েস, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সামছুজ্জামান জামান, জেলা ছাত্রদল সভাপতি রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান হাবীব প্রমুখ। এছাড়া গণসংযোগে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ সিলেটের নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বাস প্রতীকের বিজয়ে নগরবাসী পাবে একজন সৎ ও যোগ্য জনপ্রতিনিধি -সিলেট নাগরিক কমিটি: নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী বদরুজ্জামান সেলিমের বাস প্রতীকের সমর্থনে নগরীর ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও বুধবার বাস প্রতীকের সমর্থনে নগরীর বিভিন্ন স্থানে দিনভর গণসংযোগ করেছে নাগরিক কমিটির পৃথক টিম। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সহ-সভাপতি আব্দুল মতিন সাইস্তা মিয়া, জিয়াউদ্দিন চৌধুরী লিটন, মকবুল মিয়া, হাফিজ আব্দুস শহীদ ও ফারুক আহমদ প্রমুখ। এসময় নাগরিক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ২৭টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status