খেলা

৩২ মাস পর সিরিজ হার ভারতের

স্পোর্টস ডেস্ক

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৩ পূর্বাহ্ন

৩২ মাস পর ওয়ানডে সিরিজ হারলো ভারত। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ৮ উইকেটে হার দেখে তারা। সর্বশেষ ২০১৫’র নভেম্বরে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারে ভারত। অন্যদিকে টানা অষ্টম ওয়ানডে সিরিজ জিতলো ইংল্যান্ড। সর্বশেষ গত বছরের জানুয়ারিতে ভারতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে তারা। এদিন সফরকারী ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। মূলত তার সেঞ্চুরি ও এউইন মরগানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে স্বাগতিক ইংল্যান্ড। আগের ম্যাচে শতক হাঁকিয়ে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক সেঞ্চুরি করা মার্কাস ট্রেসকোথিকের রেকর্ড স্পর্শ করেন রুট। এদিন ১৩তম সেঞ্চুরি করে রেকর্ডটি একার করে নিলেন তিনি। শেষ ওয়ানডেতে রুট ১০০ ও মরগান ৮৮ রানে অপরাজিত থাকেন। একদিনের সিরিজ হারলেও এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত। মঙ্গলবার হেডিংলিতে টস হেরে ব্যাট হাতে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৫৬ রান করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া মহেন্দ্র সিং ধোনি ৪২ ও দিনেশ কার্তিক ৪৪ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ডেভিড উইলি ও আদিল রশিদ ৩টি করে উইকেট নেন। ২৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৪.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে ইংল্যান্ড। দ্রুত দুই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ১৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মরগান ও রুট। এরপর স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বার্মিংহামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১লা আগস্ট।
অধিনায়ক হিসেবে দ্রুততম ‘৩০০০’ কোহলির
অধিনায়ক হিসেবে প্রথম ওয়ানডে সিরিজ হারার তিক্ত স্বাদ পেলেন বিরাট কোহলি। তবে দলের পরাজয়েও নিজের নাম ঠিকই রেকর্ডের পাতায় নাম লেখান কোহলি। অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ইনিংস খেলে ৩ হাজার রানের রেকর্ড গড়েন এই ভারতীয় অধিনায়ক। দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড ভাঙার পথে তিনি পেছনে ফেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলায়ার্স এবং সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। কোহলির আগে এই রেকর্ড গড়তে এবি ডি ভিলিয়ার্সের খেলেন ৬০ ম্যাচ। আর কোহলির লেগেছে মাত্র ৪৯ ম্যাচ। ধোনি খেলেন ৭০ ম্যাচ। এই তালিকায় চতুর্থ স্থানে থাকা সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির লেগেছিলো ৭৪ ম্যাচ। পঞ্চম স্থানে থাকা সাবেক পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল-হক ও সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথের লাগে ৮৩ ম্যাচ। শুধু এটাই নয়, ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দ্রুততম ১ হাজার ও ২ হাজার রানের রেকর্ডও বিরাট কোহলির দখলে।
সংক্ষিপ্ত স্কোর
টস: ইংল্যান্ড (ফিল্ডিং)
ভারত: ৫০ ওভার, ২৫৬/৮ (কোহলি ৭১, ধাওয়ান ৪৪, উইলি ৩/৪০ ও রশিদ ৩/৪৯)
ইংল্যান্ড: ৩৩.৩ ওভার ২৬০/২ (রুট ১০০*, মরগান ৮৮*)
ম্যাচসেরা: আদিল রশিদ (ইংল্যান্ড)
সিরিজ সেরা: জো রুট (ইংল্যান্ড)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status