বাংলারজমিন

রাইফার মৃত্যুর ঘটনায় এজাহার নিলেও মামলা রেকর্ড করেনি পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫২ পূর্বাহ্ন

ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের আড়াই বছরের শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় মামলার জন্য এজাহার দায়ের করলেও মামলা রেকর্ড করেনি পুলিশ। গতকাল দুপুরে রাইফার বাবা সাংবাদিক রুবেল খান বাদী হয়ে ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসককে অভিযুক্ত করে নগরীর চকবাজার থানায় এই এজাহার দায়ের করেন। অভিযুক্ত চিকিৎসকরা হলেন, ম্যাক্স হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী, ম্যাক্স হাসপাতালের চিকিৎসক দেবাশীষ সেনগুপ্ত ও শুভ্র দেব এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম মামলার এজাহার পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে মামলা রেকর্ড করা হয়নি বলে জানান তিনি। তিনি বলেন, সিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মামলা রেকর্ডের উদ্যোগ নেবেন।
উল্লেখ্য, গত ২৯শে জুন চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাইফা। সামান্য গলাব্যথা নিয়ে আগের দিন তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বাবা দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খান অভিযোগ করেছিলেন যে ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলায় রাইফার মৃত্যু হয়েছে। এরপর পৃথক দুই দফা তদন্তে চিকিৎসকদের অবহেলার বিষয়টি উঠে আসে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status