দেশ বিদেশ

নাশকতা সৃষ্টিতে ফেসবুক ব্যবহার করলে আইনি ব্যবস্থা

বিশেষ প্রতিনিধি

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪২ পূর্বাহ্ন

নাশকতা সৃষ্টির জন্য ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করলে রক্ষা নেই। এসব মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আইন-শৃঙ্খলার অবনতি এবং নাশকতা সৃষ্টিতে যারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে তাদের ব্যাপারে কাজ চলছে। যাতে তারা এটা না করতে পারে। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়েছে দাবি করে তিনি বলেন, আসন্ন তিনটি সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা অব্যাহত রাখবে। গত চার মাসে নারী ও শিশু নির্যাতন, অপহরণ, ডাকাতিসহ সব ধরনের অপরাধ কমেছে দাবি করে কমিটির সভাপতি বলেন, গত ১৮ই মে থেকে ১৫ই জুলাই পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ২৫ হাজার ৫৭৫টি নিয়মিত মামলা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে অনেককে সাজা দেয়া হয়েছে। মাদকবিরোধী বিশেষ অভিযানে অধিকাংশ ক্ষেত্রে বহনকারীর পরিবর্তে মাদক সরবরাহকারী, অর্থ লগ্নিকারী চিহ্নিত সিন্ডিকেট সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। যার কারণে এ অভিযান অত্যন্ত ফলপ্রসূভাবে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে ৩৭ হাজার ২২৫ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আমি যতদূর জানি, ৩০ জনের মতো মারা গেছে। কারাগারে এখন বন্দির সংখ্যা ৮৯ হাজার ৫৮৯ জন। এর ৪২ শতাংশ মাদক সংক্রান্ত অপরাধে জড়িত। গত মে-জুনে সারা দেশে খুন, ডাকাতি, নারী নির্যাতন মামলার ৮০ শতাংশই উদঘাটিত হয়েছে। আমির হোসেন আমু বলেন, সীমান্তে আগ্নেয়াস্ত্র-মাদক পাচার রোধে বিজিবি সতর্ক রয়েছে। রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর ২৮৭টি বিট রয়েছে, প্রতিটি বিটেই জঙ্গি ও মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা চলছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান চলবে। শিল্পমন্ত্রী বলেন, মাদকসেবীদের নিরসন ও তাদের চিকিৎসার ব্যবস্থার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিভাগীয় ও জেলা শহরে ২০০-২৫০ বেডের হাসপাতালের ব্যবস্থা এবং প্রয়োজনে উপজেলা হাসপাতালে ব্যবস্থা করা হবে। যদিও আগে থেকে কার্যক্রম শুরু হয়েছে, এটাকে আরও বেশি জোরদার করা হবে। মাদকবিরোধী অভিযান কত দিন চলবে- জানতে চাইলে আইনশৃঙ্খলা কমিটি’র সভাপতি আমু বলেন, এটা যতদিন সম্পূর্ণভাবে নির্মূল না করা যায় তত দিন চলবে। অভিযানে রাঘব বোয়ালরা ধরা-ছোঁয়ার বাইরে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে আমির হোসেন আমু বলেন, এটা ঠিক না, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এটার ব্যাপারে সরকারের অত্যন্ত কঠিন নির্দেশ- যে কেউ জড়িত থাক না কেন, যত ওপর মহল জড়িত থাক না কেন, কারো ব্যাপারে ছাড় দেয়া হবে না। কক্সবাজারের একজন এমপির জড়িত থাকার কথা বারবার আসার পরও তাকে ধরার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না কেন?- এমন প্রশ্নে শিল্পমন্ত্রী বলেন, নিশ্চয়ই প্রমাণসাপেক্ষে ধরা হবে। যদি প্রমাণিত হয়। যথাযথ প্রমাণ পেলে কাউকে ছাড়া হবে না। এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। প্রধানমন্ত্রী অত্যন্ত কঠিনভাবে নির্দেশ দিয়েছেন, মাদকে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না, সে যে-ই হোক। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status