বাংলারজমিন

কক্সবাজার পৌরসভা নির্বাচন

প্রচারণায় দু’দলের কেন্দ্রীয় নেতারা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন কেন্দ্রীয় নেতারা। গতকাল স্ব স্ব প্রার্থীর পক্ষে দু’দলের নেতারা শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমানকে বিজয়ী করতে  কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিনের পর এবার কক্সবাজার এসে প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সমপাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সমপাদক বিপ্লব বড়ুয়া। গতকাল তারা কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়াতে নৌকা প্রতীকের সমর্থনে প্রার্থী জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে গণসংযোগ ও পথসভা করেছেন। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকল দ্বন্দ্ব, বিভেদ ভুলে গিয়ে তারা প্রতিদিনই নানা স্থানে দলভিত্তিক গণসংযোগ ও প্রচারণায় অংশ নিচ্ছেন। সহানুভূতি আদায়ের জন্য বারে বারে ধরনা দিচ্ছেন ভোটারদের কাছে। অপরদিকে বিএনপি’র দলীয় ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ। তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহরের বাহারছড়া, লাইটহাউস এলাকা ও হোটেল মোটেল জোনে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় জেলা বিএনপি’র সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সমপাদক এম মোকতার আহমদ এর ১১ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। নাগরিক কমিটির প্রাথী সরওয়ার কামালের পক্ষে জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নূর আহম্মদ আনোয়ারী শহরের পানবাজার সড়ক, বড় বাজার, পৌরসভা মার্কেটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। মুজিবুর রহমান ছাড়া প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী, জামায়াত নেতা সরওয়ার কামাল (নারিকেল গাছ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী জাহেদুর রহমান (হাত পাখা)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status