বিশ্বজমিন

দিল্লীতে ভবন ধসে নিহত ৩

মানবজমিন ডেস্ক

১৮ জুলাই ২০১৮, বুধবার, ৬:২১ পূর্বাহ্ন

ভারতে দু’টি ভবন ধসের ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানী নয়াদিল্লীর উপকন্ঠে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নীচে আরো কয়েকজন চাপা পড়ে আছে। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, মঙ্গলবার মধ্যরাতে নয়াদিল্লীতে প্রথমে একটি ভবন ধসে পড়ে। তা পাশ্ববর্তী আরেকটি নির্মাণাধীন ভবনে আঘাত হানার পর সেটিও ভেঙে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান অরুন কুমার সিং বলেন, ভেঙে পড়া পুরাতন ভবনটিতে ৩টি পরিবার থাকতো। প্রাথমিক উদ্ধার তৎপরতায় আমরা সেখান থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছি। ধ্বংসস্তুপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন তা এখনই বলা কঠিন। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু করে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা। পরে তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ। সব মিলিয়ে সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিভিন্ন বাহিনীর প্রায় শতাধিক সদস্য। তারা বলছেন, উদ্ধার কাজ শেষ করতে আরো কয়েক ঘন্টা সময় লাগতে পারে। ঠিক কি কারণে ভবনটি ধসে পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনে জমা দেয়ার জন্যে স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে।
দুর্ঘটনার শিকার ভবনের নির্মাণকারী ঠিকাদার গঙ্গা শরণ দিবেদিসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা করার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা অবনিশ কুমার বলেন, দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, ভারতে ভবন ধসে পড়ার ঘটনা খুবই সাধারণ একটি বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে মৌসুমী বৃষ্টির সময় ভবন ধসে পড়ার ঘটনা বেড়ে যায়। এর আগে দেশটির উত্তরাঞ্চলে একটি ফ্লাইওভার ধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status