নতুন বয়ফ্রেন্ড নিয়ে বাধভাঙা এক আনন্দের জগতে বিচরণ করছেন রিয়েলিটি শো তারকা কেটি প্রাইস (৪০)। থাইল্যান্ডে তিনি বয়ফ্রেন্ড ক্রিস বয়সনকে (২৯) সঙ্গে নিয়ে অবকাশ কাটাতে এসেছিলেন। এ সময়ে তিনি যে উদ্দামতায় মেতেছেন এবং তার যেসব ছবি মিডিয়ায় প্রকাশিত হয়েছে তা প্রকাশ করার মতো নয়। এর আগে তার টপলেস ছবি প্রকাশের খবর প্রকাশিত হয়েছে। কিন্তু এবার বয়ফ্রেন্ডের সঙ্গে তার যে ভঙ্গিমায় ছবি প্রকাশিত হয়েছে তা অনেকখানি সীমা লঙ্ঘন করে। তার সাবেক স্বামী পিটার আঁন্দ্রে’র ভিডিও ‘মিসটেরিয়াস গার্ল’-এ যেমন করে ভিডিও ধারণ করা হয়েছিল ঠিক সেই ভঙ্গিমায় তিনি টপলেস হয়ে বসে পড়েছেন বয়ফ্রেন্ড ক্রিস বয়সনের কোলের মধ্যে। বয়সন তখন একটি পাথরের ওপর পা মেলে দিয়ে বসা। পরনে তার সাদা হাফ প্যান্ট।
কেটি পেরির শরীরের ওপরের অংশে সুতা বলতে কিছু নেই। আর পরণে একটিমাত্র বিকিনি নামের টুকরো কাপড়। একটি ঝরণার পাশে তাদেরকে এভাবেই ক্যামেরাবন্দি করা হয়েছে। একটি দুটি নয়, এমন অনেক ছবি প্রকাশিত হয়েছে মিডিয়ায়। একটি ছবিতে দেখা গেছে টপলেস হয়ে সূর্য্য¯œান করছেন কেটি প্রাইস। আরেকটিতে দেখা গেছে তাদেরকে অন্তরঙ্গ অবস্থায়। আরেকটিতে দেখা গেছে রোমান্টিক মুহূর্তে তাদের একের ঠোঁট আটকে আছে আরেকজনের ঠোঁটে। এসব ছবিতে তাদেরকে দেখে মনে হয়েছে বেশ আমোদে আছেন তারা। সম্প্রতি ৫ সন্তানের মা কেটি প্রাইসের তৃতীয় স্বামী কিয়েরেন হেইলারের (৩১) সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর তিনি নাকি মাদকে আসক্ত হয়ে পড়েন। তিনি কোকেন নিতে শুরু করেন। এমন সময় মে মাসে বৃটেনের এসেক্সের ‘শীষ’-এ তাদের সাক্ষাত হয়। ক্রিস বয়সনকে দেখে তার প্রেমে পড়ে যান কেটি প্রাইস। তিনি ইমোশনাল হয়ে পড়েন। সেই থেকে ফিটনেস ইন্সট্রাক্টর ক্রিস বয়সনকে তিনি জীবনের অংশ করে নিয়েছেন। বার বার তাদেরকে এখানে ওখানে দেখা গেছে এক সঙ্গে।
এই বিভাগের সর্বাধিক পঠিত