ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ইংল্যান্ডকে পগবার খোঁচা

স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার, ১০:৩৫ পূর্বাহ্ন

ফাইনালে উঠার আগেই ‘ইটস কামিং হোম’ গানে মাতে গোটা ইংল্যান্ড। এটাই তাদের এখন উপহাসের কারণ হয়ে দাঁড়ালো। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয় ইংলিশদের। আর ফ্রান্সের হয়ে শিরোপা জয়ের পর একই গান গেয়ে ইংলিশ সমর্থকদের নিয়ে বিদ্রুপ করেন পল পগবা।

এই ফ্রেঞ্চ মিডফিল্ডার খেলেন আবার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ও তিনি। ম্যানইউর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েন পগবা। কিন্তু বিশ্বকাপ ট্রফি নিয়ে উল্লাসের এক ফাঁকে মজার ছলে ইংলিশ সংবাদমাধ্যমকে দিলেন খোঁচা। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বাঁধভাঙা উদযাপনে মাতে ফ্রান্স।

ফাইনালে দারুণ একটি গোল করেন পগবা। তার অফিসিয়াল ইন্সটাগ্রাম লাইভে দেখা যায়, ফ্রান্সের ড্রেসিংরুমে বিশ্বকাপ ট্রফি কোলে নিয়ে উল্লাস করছেন পগবা। হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় গাইছেন, ‘ইটস কামিং হোম, ইটস কামিং হোম।’ পগবার গানে সতীর্থদের কয়েকজন হাসতে হাসতে রীতিমতো গড়াগড়ি খাচ্ছিলেন। অবশ্য ভিডিওর শেষদিকে পগবা ক্ষমা চেয়ে বলেন ব্যাপারটা পুরোটাই তিনি নিছক মজার ছলে করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status