ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

তবু জিরুর হাতেই উঠলো বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার, ১০:৩২ পূর্বাহ্ন

এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ছয় গোল করেও দলকে ফাইনালে তুলতে পারেননি ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। এদিকে ফরাসি ফরোয়ার্ড অলিভিয়ের জিরু কোনো গোল না করেই জিতে গেলেন বিশ্বকাপ শিরোপা। গোল তো দূরের কথা, গোলবারে অনটার্গেটে একটি শটও করতে পারেননি জিরু। প্রথম ম্যাচেই স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেন রোনালদো, লুকাকু টানা দুই ম্যাচে করেছিলেন জোড়া গোল। তবুও তারা পারেনি বিশ্বকাপের ফাইনালে উঠতে। ইংলিশ ক্লাব চেলসিতে খেলা জিরু ফ্রান্সের হয়ে বিশ্বকাপের আগে ৭৪ ম্যাচে ৩১ গোল করেন।

বিশ্বকাপ শেষে তার নামের পাশে ম্যাচ সংখ্যা এখন ৮১, তবে গোল ৩১টিই রয়ে গেছে। রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ৬ ম্যাচে মাঠে নামেন জিরু, শট নিয়েছেন ১৩ টি, যার একটিও গোলবার বরাবর ছিল না। আশ্বাস দিয়েছিলেন ফাইনালে গোল করবেন। কিন্তু সেই আশ্বাসটা শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি অলিভিয়ের জিরু। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে কেবল খেলা হয়নি তার।

এরপর পেরু ম্যাচ থেকে শুরু করে ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্যন্ত সব ম্যাচে ফ্রান্সের প্রথম একাদশেই ছিলেন জিরু। পুরো টুর্নামেন্টে মোট ৫৪৬ মিনিট খেলেছেন। জিরু গোল না পেলেও গোল রয়েছে চ্যাম্পিয়ন ফ্রান্স দলের ক্রিস্টিয়ান পাভার্ড, স্যামুয়েল উমতিতির মতো ডিফেন্ডারদের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status